শিক্ষাNo Comments

default thumbnail
অবান্তর প্রশ্ন উত্তর

প্রিয় বন্ধুরা, আমাদের মেইল বা ফেসবুক পেজের মাধ্যমে অনেকেই প্রশ্ন করেন। এদের মদ্ধে অনেক অবান্তর প্রশ্ন পাই যা দেখে আমারা প্রচণ্ড হাসি। 

আজ এই পোস্ট এ আপনাদের করা অবান্তর প্রশ্ন থেকে কয়েকটি প্রশ্নর উত্তর দিলাম। 

এর পরে যদি কেও এই ধরনের প্রশ্ন করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট এ করবেন এবং অবান্তর প্রশ্ন বিভাগনির্বাচন করবেন।

তাহলে চলুন, অবান্তর প্রশ্নের অবান্তর উত্তর গুলো দেখিঃ

অবান্তর প্রশ্ন : মাদারবোর্ড আছে কিন্তু ফাদারবোর্ড নাই কেন?
অবান্তর উত্তর : ফাদাররা তো জলজ্যান্ত শিক্ষাবোর্ড! আলাদা আরেকটা বোর্ড লাগবে কেন!  আসলে মাকে পৃথিবীর সর্বোচ্চ মর্যাদা দেয়া হয়। মায়ের উপরে আর কিছুই নেই।  ঠিক তেমনি কম্পিউটারের যতগুলো ইন্সট্রুমেন্ট আছে, তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় এবং কার্যকরী বোর্ড এর নাম দেয়া হয়েছে “মাদারবোর্ড“। মাদারবোর্ড” এর চেয়ে কম প্রয়োজনীয় এবং কার্যকরী  কোনো বোর্ড নেই। যদি থাকত তাহলে হয়তো তার নাম ফাদার বোর্ড দেয়া হতো।

অবান্তর প্রশ্ন ১: বোবার বউ মরলে কানাকে কি কইরা বোঝাবে?
অবান্তর উত্তর : প্রথমে নরমাল একজনকে টেক্সট করবে, এরপর সেই নরমাল একজন কানাকে ভয়েস মেসেজ পাঠাবে…

অবান্তর প্রশ্ন ২: পাগলেরা পাগলামি করে কেন?
অবান্তর উত্তর: কারন এটাই তার ধর্ম। 

অবান্তর প্রশ্ন ৩: প্লাসে প্লাসে যদি প্লাস হয়, মাইনাসে মাইনাসে মাইনাস হয় না কেন?
অবান্তর উত্তর : মানুষকে অপটিমিস্টিক, মানে আশাবাদী করার জন্য। “গণিতিক সূত্রের প্রমাণ টি দেখে নেবেন তাহলে উত্তর পেয়ে যাবেন।

অবান্তর প্রশ্ন ৪: নোনা পানি থেকে লবণ পাওয়া গেলেও মিঠা পানি থেকে মিষ্টি পাওয়া যায় না কেন?
অবান্তর উত্তর : জিরা পানিতে যে কারণে জিরা পাওয়া যায় না! , ধোনে পাতায় যে কারনে ধন থাকে না। 

অবান্তর প্রশ্ন ৫: একটি হারানো সংবাদ- আমার বুদ্ধি হারিয়ে ফেলেছি। কী করব?
অবান্তর উত্তর : বুদ্ধি হারিয়ে ফেলেছেন? বিদ্যালয়ে খোঁজ নিন পেয়ে যাবেন।

অবান্তর প্রশ্ন ৬: নারীরা আরশোলাকে ভয় পায় কেন?
অবান্তর উত্তর : যেন পুরুষরা আরশোলা মেরেই নারীর চোখে হিরো হতে পারে। নারীরা বাঘ সিংহ ভয় পেলে পুরুষরা বিপদেই পড়তো!

অবান্তর প্রশ্ন ৭: বিচ্ছু কাকে বলে?
অবান্তর উত্তর : বিচ্ছু আসলে এমন এক ধরনের বিচ্ছু, যা অত্যন্ত বিচ্ছু টাইপের। এমন ধরনের বিচ্ছুকে বিচ্ছু বলে।

অবান্তর প্রশ্ন ৮: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৫। পুত্রের বয়স ২৫ বছর হলে পিতার লুঙ্গির দাম কত?
অবান্তর উত্তর : পিতার বয়সের চারগুণকে পুত্রের খালাতো ভাইয়ের বয়সের তিনগুণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায়, তত।

অবান্তর প্রশ্ন ৯: ২১ শে ফেব্রুয়ারি কত তারিখ?
অবান্তর উত্তর : ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ।

অবান্তর প্রশ্ন ১০: ‘অবান্তর’ শব্দটি সন্ধি বিচ্ছেদ কী?
অবান্তর উত্তর : অব+অন্তর। যা মস্তিষ্ক, তা-ই মন। যা মন তা-ই অন্তত। আর অন্তর অবসরে চলে গেলে যা প্রশ্ন করা হয়, তাই তো অবান্তর প্রশ্ন!

অবান্তর প্রশ্ন ১১: মানুষ বোকা হলে তাকে আমরা গাধা বলি, কিন্তু গাধা বোকা হলে তাকে আমরা কী বলব?
অবান্তর উত্তর : আসলে গাধা বোকা নয়, গাধা একটি প্রাণীর নাম তাই গাধাই বলব আর মানুষ বলাটা বেশি নিষ্ঠুরতা হয়ে যাবে। গাধা এতো নিষ্ঠুরতা নয়। তাই মানুষ বলে তাকে অপমান করা হবে।

অবান্তর প্রশ্ন ১২: সাঁতার কাটলে যদি নিজেকে ফিট রাখা যায়, তবে তিমিগুলো সব মোটা কেন?
অবান্তর উত্তর : তিমি মাছ সাঁতারের মাঝখানে মাঝেমধ্যে লাফ দেয়, সাঁতারে এভাবে একটু ফাঁকিবাজি করায় মোটা হয়ে যায়!

অবান্তর প্রশ্ন ১৩: রবীন্দ্রনাথ কবি না হইয়া রাজনীতিবিদ হইলে কি হইতো?
অবান্তর উত্তর : রবীন্দ্রসঙ্গীতগুলো সব রাজনৈতিক স্লোগান হতো। নির্বাচনের আগে জোট না করে একক নির্বাচন করার সময়কার স্লোগান হতো, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে…’

অবান্তর প্রশ্ন ১৪: একজন মানুষের তিন-চারটা করে নাম রাখা হয় কেন?
অবান্তর উত্তর : মানুষ বুদ্ধিমান তো, তাই বুদ্ধি দিয়ে যেন বিভিন্ন নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে প্রতারণা করা যায়। সেই কারণে হয়তো এতগুলো নাম রাখা হয়। তাছাড়া যেন ফেসবুকে ফেক আইডি খুলতে কখনও নাম সংকটে না পড়তে হয়!

অবান্তর প্রশ্ন ১৫: শেয়ালরা তো পণ্ডিতমশাই, তাহলে তাদেরকে স্কুল-কলেজের মাস্টার বানানো হয় না কেন?
অবান্তর উত্তর : সম্ভবত সৃজনশীলতার অভাবে, শিয়াল পন্ডিত ঠিক কিন্তু শিয়ালের মধ্যে সৃজনশীলতা নাই। আর এখন সৃজনশীলতার যুগ। তাই হয়তো।

অবান্তর প্রশ্ন ১৬: বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ডালকে পানি ভেবে ডালের গামলায় হাত ধোয়ার ইতিহাস থাকলেও, ডালের মতো দেখতে এমন পানিকে ডাল ভেবে খাওয়ার ইতিহাস নাই কেন?

অবান্তর উত্তর : হা হা হা … এটা আমার যানা নাই ভাই। 

অবান্তর প্রশ্ন ১৭: সাড়ে এগারোটা, সাড়ে বারোটা যদি বলা যায়, তবে সাড়ে একটা বলতে দোষটা কোথায়?
অবান্তর উত্তর : কোনো দোষ নেই! তবে ‘সাড়ে একটা’কে কেউ ‘ষাঁড় একটা’ শুনে ভয়ে ছুটে না পালায়!

অবান্তর প্রশ্ন ১৮: দেশপ্রেমিক আছে কিন্তু দেশ প্রেমিকা নাই কেনো?
অবান্তর উত্তর : দেশদ্রোহীও আছে, ‘মহিলা দেশদ্রোহী’ বলেও তো কিছু নেই! একই কারণে বোধ হয়…

আবারো ধন্যবাদ জানাই এই প্রশ্নগুলো আমাদেরকে করার জন্য। আশা করি এই উত্তরগুলো পড়ে আপনারা আনন্দ পাবেন। পরবর্তীতে এ ধরনের প্রশ্ন করতে হলে আমাদের অবান্তর প্রশ্ন উত্তর বিভাগে প্রশ্ন করবেন।

Be the first to post a comment.

Add a comment