নৈতিক শিক্ষণীয় গল্পNo Comments

default thumbnail

গাছ রাস্তার ধারে একটা গাছে অনেক সবুজ পাতা ছিল। পাতাগুলো বাতাস এলে খুব মজা পেত, আর হেলেদুলে খেলা করতো। একদিন হঠাৎ খুব জোরে বাতাস এল। খেলতে খেলতে একটা পাতা টুপ করে ছিঁড়ে নিচে পড়ে গেল। বাতাস খুব জোরে বই ছিল তাই পাটা তা কোনোভাবেই গাছের নিচে থাকতে পারছিল না। সে মনে মনে ভাবল আজ বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যাবে।

 

গাছের নিচেই পড়েছিল একটি মাটির ঢেলা। সে পাতার মনের কথা বুঝতে পারলো। সে ধীরে ধীরে পাতাপাতার কাছে এসে বলল, তুমি ভয় পেয়ো না। বাতাস তোমাকে উড়িয়ে নিতে পারবে না। আমি তোমার উপর বসে তোমার ধরে রাখবো।

 

মাটির ঢেলা কথায় পাতার ভয় কিছুটা দূর হল। মাটির ঢেলা পাতার উপর বসল। তাই বাতাসার পাতা কে উড়িয়ে নিতে পারল না।

 

কিন্তু একটু পরেই হঠাৎ করে বৃষ্টি শুরু হল। বৃষ্টি শুরু হতেই মাটির ঢিলা মনে মনে ভাবল, বৃষ্টির জন্য আজ আমি হয়তো গলেই যাব। পাতা মাটির ঢেলার মনের কথা বুঝতে

মাটির ঢেলা

পারলো। সে মাটির ঢিলা কে বলল তুমি একটুও চিন্তা করো না। বৃষ্টি তোমার কিছুই করতে পারবেনা। আমি তোমাকে ঢেকে রাখবো অমনি পাতা গিয়ে মাটির ঢেলা কে বৃষ্টি থেকে আড়াল করে রাখল। বৃষ্টি মাটির ঢিলা কে গলাতে পারলো না।

 

এবার মাটির ঢিলা পাতা কে বলল আজ থেকে আমরা বন্ধু। আমরা একজন অন্যজনকে সাহায্য করেছি বলেই আজ আমরা দুজনেই বেঁচে আছি। এখন থেকে আমরা সবসময় একে অপরকে সাহায্য করবো। পাতা মাটির ঢেলার কথা শুনে খুব খুশি হলো সেই থেকে তারা দুজন বন্ধু এবং সব সময় একে অন্যকে সাহায্য করে।

Be the first to post a comment.

Add a comment