সাহিত্যNo Comments

default thumbnail
বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুর

কবিতাঃ- প্রশ্ন
লেখকঃ- রবিন্দ্রনাথ ঠাকুর

মা গো, আমায় ছুটি দিতে বল,
সকাল থেকে পড়েছি যে মেলা।
এখন আমি তোমার ঘরে বসে
করব শুধু পড়া-পড়া খেলা।

তুমি বলছ দুপুর এখন সবে,
নাহয় যেন সত্যি হল তাই,
একদিনও কি দুপুরবেলা হলে
বিকেল হল মনে করতে নাই?

আমি তো বেশ ভাবতে পারি মনে
সুয্যি ডুবে গেছে মাঠের শেষে,
বাগ্দি-বুড়ি চুবড়ি ভরে নিয়ে
শাক তুলেছে পুকুর-ধারে এসে।

আঁধার হল মাদার-গাছের তলা,
কালি হয়ে এল দিঘির জল,
হাটের থেকে সবাই এল ফিরে,
মাঠের থেকে এল চাষির দল।

মনে করনা উঠল সাঁঝের তারা,
মনে করনা সন্ধে হল যেন।
রাতের বেলা দুপুর যদি হয়
দুপুর বেলা রাত হবে না কেন।

বিশ্ব কবি  রবিন্দ্রনাথ ঠাকুর  এর একটি বিখ্যাত কবিতা প্রশ্ন। 


Be the first to post a comment.

Add a comment