তায়াম্মুম করার সঠিক নিয়ম কি? তায়াম্মুম করার সময় কোন দোয়া পড়তে হয় কি?

তায়াম্মুম করার সঠিক পদ্ধতি / নিয়ম কি? তায়াম্মুম করার সময় কোন দোয়া পড়তে হয় কি?

Add Comment
1 Answer(s)

তায়াম্মুম করার পদ্ধতি
শুদ্ধতম হাদীস অনুসারে তায়াম্মুম করার পদ্ধতি নিম্নরুপ:
(নিয়ত করার পর ‘বিসমিল্লাহ্‌’ বলে) দুই হাতের চেটো মাটির উপর মারতে হবে। তারপর তুলে নিয়ে তার উপর ফুঁক দিয়ে অতিরিক্ত ধুলোবালি উড়িয়ে দিয়ে উভয় হাত দ্বারা মুখমন্ডল মাসাহ্‌ করতে হবে। এরপর বামহাত দ্বারা ডানহাত কব্জি পর্যন্ত এবং শেষে ডানহাত দ্বারা বাম হাত কব্জি পর্যন্ত মাসাহ্‌ করতে হবে। (বুখারী, মুসলিম, মিশকাত ৫২৮নং)

উৎসঃ
গ্রন্থঃ স্বালাতে মুবাশ্‌শির
অধ্যায়ঃ পবিত্রতা
(লেখক শাইখ আব্দুল হামিদ ফাইজি)

Brong Answered on March 10, 2020.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.