জাতীয় পরিচয় পত্র (NID Card) ছাড়া কি ভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়?
আমার এখনো NID Card হয় নি । আমি ছাত্র নয়, শ্রমজীবী তাই আমার স্টুডেন্ট ID card ও নেই। আমার ১টি ব্যাংক অ্যাকাউন্ট খোলা অত্তান্ত প্রয়োজন। এখন কি করবো?
আশা করি বিস্তারিত জানাবেন।
ব্যাংক এ বিভিন্ন category র অ্যাকাউন্ট আছে যেমনঃ Current Account, Savings Account, DPS, Basic Checking Accounts, Certificates of Deposit (CDs) Student account.
আপনি NID Card ছাড়া শুধুমাত্র Student account খুলতে পারবেন। এ ক্ষেত্রে আপনার যা যা লাগবে।
- আপনার ২কপি পাসপোর্ট সাইজ এর ছবি।
- কলেজ বা স্কুল এর ID Card , অথবা বেতন এর রাশিদ, অথবা প্রতিস্তান প্রধান এর প্রত্যায়ন পত্র ।
- আপনি যাকে নমিনি করে রাখতে চান তার NID Card এবং ২কপি পাসপোর্ট সাইজ এর ছবি।
এই সকল ডকুমেন্ট সহ আপনার নমিনি কে নিয়ে ব্যাংক এ যান। এবং বলুন ” আমি একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাই।
পরবর্তী সকল কাজ ব্যাংক এর কর্মকর্তা করবে।
বিদ্রঃ যত দিন আপনার বয়স ১৮+ না হবে তত দিন পর্যন্ত আপনার অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করবে আপনার নমিনি।
এ ক্ষেত্রে আপনি যদি DBBL এ অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি পাবেন ১টি Visa কার্ড। যেটা ব্যাবহার করে আপনি আপনার টাকা তুলতে পারবেন। আপনার নমিনির প্রয়োজন হবে না। আর আপনারা সবাই জানেন যে টাকা রাখার জন্য কোন নমিনির দরকার হয় না।
ধন্যবাদ।
না বুঝতে পারলে কমেন্ট করুন।