ব্লগিং স্টার্ট এর জন্য কি কোন কোর্সের প্রয়োজন হয়?
আমি নতুন ব্লগিং করতে চাই। এ ব্যাপারে তেমন কিছু জানে না। তাই আমার প্রশ্ন হল –
ব্লগিং স্টার্ট এর জন্য কি কোন কোর্সের প্রয়োজন হয়?
আপনি যদি এক্সপার্ট হন তাহলে ব্লগিং করার জন্য কোন কোর্স করার প্রয়োজন নেই কারণ বর্তমানে ইউটিউব এবং বিভিন্ন ব্লগে অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল পোস্ট করা আছে যেগুলো পড়ে আপনি নিজেই শিখতে পারবেন।
কোর্স করে টাকা খরচ করার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।
আরও পড়ুন…
আমি অনলাইনে একটা SEO কোর্স করতে চাই। এতে আমি কতটুকু সফল হতে পারব?
কোর্স করলে ভালো হয়। ইন্টারনেটে সব রিসোর্স পাবেন, তবে কি শিখতে হবে সেটা শিখতেই অনেক সময় চলে যাবে। পৃথিবীতে শেখার অনেক উপাদান ছড়িয়ে আছে, এরপরও শিক্ষাপ্রতিষ্ঠানে মানুষকে যেতেই হয়। অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে শেখার আলাদা গুরুত্ব অবশ্যই আছে। টাকা খরচ করে যেসব কোর্স করতে হয়, সেগুলো কার্যকর বলেই লোকে টাকা দিয়ে পড়ে। আপনি ফ্রিতেও কোর্স করতে পারেন- এখানে অনলাইন পড়াশোনার সাইট খুজে পাবেন। হার্ভার্ড, স্ট্যানফোর্ড এইসব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও ফ্রি কোর্স আছে। ব্লগিং এর জন্য কোন একটা কোর্স খুজে বের করে করে ফেলুন। আমি Alison থেকে বিং এস ই ও এর উপর একটা কোর্স করেছিলান, গুগোলের জন্যও সেটা কার্যকর।
নিজে নিজে যদি করতে চান, তাহলে আমি বলবো শুরু করুন। এরপর যা সমস্যায় পড়বেন সার্চ দিয়ে সমাধান খুজে নেবেন। শুরুর আগে কিছু আর্টিকেল পড়ে নিতে ভুলবেন না। আমার নিল প্যাটেলের লেখাগুলো ভালো লাগে, ইউটিউবের ভিডিওগুলোও।