360
Points
Questions
145
Answers
102
-
অবশ্যই পরিবর্তন করতে পারবেন।
- 718 views
- 1 answers
- 0 votes
-
৪র্থ শ্রেণীর কর্মচারী হচ্ছে সরকারি চাকরিতে নিম্ন পর্যায়ের পদে কর্মরত কর্মচারিগণ।
- 859 views
- 1 answers
- 0 votes
-
মনে করুন, সন্ধ্যা ছয়টার সময় একা একা বাড়িতে বসে আছেন। বাসার মানুষেরা অন্য কামরাতে বসে টিভি দেখছে। হঠাৎ করে আপনার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং
সেই ব্যথা যেন আস্তে আস্তে করে আপনার নিচের চোয়ালের দিকে হেঁচড়ে আসা শুরু করলো! আপনার কাছাকাছি কেউ নেই। আপনি বুঝতে পারছেন, আপনার হৃদপিণ্ডে ক্রিয়া
বন্ধ হবার উপক্রম হয়েছে। এখন আপনি কি করবেন???হার্ট এটাক হবার ফলে অধিকাংশ সময় মানুষ মারা যান, কারণ তারা একা থাকেন। অন্য কারো সাহায্য ছাড়া তাদের বুকের ওপর পাম্প করে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন সম্ভব
হয় না, এবং ব্যথা শুরু হবার পরে অজ্ঞান হয়ে যাবার আগ পর্যন্ত সাধারণত তাদের হাতে ১০ সেকেণ্ড সময় থাকে । এমতাবস্থায় বুকে ব্যথার শিকার ব্যক্তি
নিজেকে সাহায্য করতে পারেন বারংবার জোরে জোরে উচ্চস্বরে কাশি দিয়ে।– লম্বা করে শ্বাস নিন। অার কাশি দিন। – শ্বাস – কাশি, শ্বাস – কাশি’ এই প্রক্রিয়া প্রতি দুই সেকেণ্ডে একবার করে করতে থাকুন, যতক্ষণ না কেউ আপনার সাহায্যে এগিয়ে আসে অথবা যতক্ষণ আপনার হৃদযন্ত্র একা একাই স্বাভাবিকভাবে স্পন্দিত হতে থাকে।
– লম্বা করে শ্বাস নেবার ফলে আপনি পর্যাপ্ত অক্সিজেন পাবেন। আর কাশির ফলে আপনার হৃদযন্ত্র সংকোচন প্রসারণ হবে যার ফলে আপনার হৃদপিণ্ডের ভিতর
দিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকবে।– এভাবে কয়েকবার কাশির ফলে উৎপন্ন সংকোচন-প্রসারণে হৃদযন্ত্রের স্বাভাবিক, স্বয়ংক্রিয় স্পন্দনে ফিরে আসতে সহায়তা
করে৷ এরপরে অপর কোনো ব্যক্তির সাহায্যে দ্রুত হাসপাতালে পৌঁছতে চেষ্টা করুন৷বিষয়টি সবাইকে শিখিয়ে দিন৷ সাহায্যহীনভা অার একটি প্রানও যেন না হারাতে হয়৷
- 564 views
- 1 answers
- 0 votes
-
আপনি প্রথমে গ্রুপে ডুকে যেই পোস্টের কমেন্ট বক্স বন্ধ করবেন.. সেই পোস্টের কোনায় ••• এরকম একটা অপশন দেখবেন সেটাতে ক্লিক করুন তারপর অনেক গুলো অপশন -পাবেন একটু নিচে গিয়ে দেখবেন -Turn of Commenting সেটাতে ক্লিক করুন ব্যাস কমেন্ট বন্ধ,, হয়ে যাবে…
- 746 views
- 1 answers
- 0 votes
-
আইপি ট্রাক করে তাকে ধরা সম্ভব….
- 669 views
- 1 answers
- 0 votes
-
বর্তমানে gp তে freeBowser নামে – software দিয়ে আপনি ফ্রিতে youtube চালাতে পারেন…!!!!
- 666 views
- 1 answers
- 0 votes
-
মোড না কি মুড কোনটি হবে ঠিক বুঝছিনা।
তবে মোড কোন ব্যক্তি বিশেষের বিশেষ ভাব। যেখানে সে কোন ভিন্ন ধর্মী পোশাকে বা আলাদা স্টাইলে নিজেকে উপস্থাপন করে।
উত্তর মোড বা answer mode হল মোবাইল ফোন এর ১টি অপশন যা ব্যবহার করে Automatic call এর Answer করা হয়।
আর প্রশ্ন মোড বলে কিছুই নেই।
- 1606 views
- 1 answers
- 0 votes
-
বেশীরভাগ মেয়েরা মুখ ফুটে অনেক কিছুই বলে না, সব আপনাকে বুঝে নিতে হবে। তাই চেষ্টা চালিয়ে যান।
- 509 views
- 2 answers
- 0 votes
-
- 509 views
- 2 answers
- 0 votes
-
প্রথমে মেয়েটির সাথে ভালো বন্ধুত্ব গড়ে তুলোন। তার পছন্দ, অপছন্দ বুঝতে চেষ্টা করুন। ভালোবাসার কথাটি বলতে তাড়াহুড়া করবেন না।তারপর সঠিক সময়ে মনের কথাটা বলে ফেলুন।
- 669 views
- 1 answers
- 0 votes