360
Points
Questions
145
Answers
102
-
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এখানে,
BCS, PSC, NTRCA & Primary সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মত ৫০টি গুরুত্বপূর্ণ প্রবাদবাক্য (ইংরেজি Translation) দেয়া হল আপনার জন্য। সবচেয়ে জনপ্রিয় 50 টি অনুবাদ ( সবার কাজে লাগবে।):
৫০টি গুরুত্বপূর্ণ প্রবাদবাক্য ইংরেজি Translation
১, অভাবে সভাব নষ্ট – Necessity knows no law.
২, অতি চালাকের গলায় দড়ি – Too much cunning overreaches itself.
৩, অতি লোভা তাতি নষ্ট – To kill the goose that lays golden eggs./ All covet, all lost.
৪, অতি ভক্তি চোরের লক্ষন – Too much courtesy, full of craft.
৫, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট – Too many cooks spoil the broth.
৬, অস ময়ের বন্ধুই প্রকৃত বন্ধু – A friend in need is a friend indeed.
৭, অল্প বিদ্যা ভয়ংকরী – A little learning is a dangerous thing.
৮, অপচয়ে অভাব ঘটে – Waste not, want not.
৯, অন্ধকারে ঢিল মারা – Beat about the bush.
১০, অন্ধের কিবা রাত্রি কিবা দিন – Day and night are alike to a blind man.
১১, অপ্রিয় সত্য কথা বলতে নেই – Do not speak an unpleasant truth.
১২, অরণ্যে রোদন/ বৃথা চেষ্টা – Crying in the wilderness.
১৩, অর্থই অন অনর্থের মূল – Money is the root cause of all unhappiness.
১৪, অহংকার পতনের মূল – Pride geoth before destruction.
১৫, অহিংসা পরম ধর্ম – Love is the best virtue.
১৬, অসারের গর্জন তর্জন সার/খালি কলসি বাজে বেশি-An empty vessel sounds much.
১৭, আকাশ কুশুম কল্পনা – Build castles in the air.
১৮, আগাছার বাড় বেশি – All weeds grow apace.
১৯, আগে ঘর, তবে তো পর – Charity begins at home.
২০, আঠারোমাসে বছর – Tardiness.
২১, আপনার গায়ে আপনি কুড়াল মারা – To dig one’s own grave.
২২, আপনার ভাল পাগলেও বোঝে – Even a fool knows his business.
২৩, আপনি বাঁচলে বাপের নাম/ চাচা আপন প্রাণ বাচা-Self preservation is the first law of nature.
২৪, আগুন নিয়ে খেলা – To play with fire.
২৫, আদার ব্যাপারীর জাহাজের খবর – The cobbler must stick to his last.
২৬, আয় বুঝে ব্যয় কর – Cut your coat according to your cloth.
২৭, আল্লাহ তাদেরই সাহায্য করেন যে নিজেদের সাহায্য করে- Allah helps those who helps help themselves.
২৮, ইচ্ছা থাকলে উপায় হয় -Where there is a will, there is a way
২৯, ইটটি মারলে পাটকেলটি খেতে হয় – Tit for tat.
৩০, ইশ্বর যা করেন সবই মঙ্গলের জন্য – It is all for the best./ What God wills is for good.
৩১, উলু বনে মুক্তা ছড়ানো- To cast pearls before swine.
৩২, উত্তম মাধ্যম দেওয়া(মারপিট করা) – To beat black and blue.
৩৩, উচুগাছেই বেশি ঝড় লাগে – High winds blow on high hills.
৩৪, উঠন্তি মুলো পত্তনেই চেনা যায় – The child is father to the man
৩৫, গরু মেরে জুতা দান – To rob peter, to pray paul
৩৬, উড়ে এসে জুড়ে বসা – To be quick to occupy.
৩৭, এক ক্ষুরে মাথা মোড়ান-To be tarred with the same brush.
৩৮, এক ঢিলে দুই পাখি মারা-To kill two birds with one stone.
৩৯, এই তো কলির সন্ধ্যা- It is just the beginning of the trouble.
৪০, এক হাতে তালি বাজে না – I takes two to make a quarrel.
৪১, এক মিথ্যা ঢাকতে অন্য মিথ্যার অশ্রয় নিতে হয়- One lie leads to another.
৪২, একাই একশ- A host in himself.
৪৩, একূল অকূল দুকূল গেল- To fallen between two stools.
৪৪, এক মাঘে শীত যায় না- One swallow does not make a summer.
৪৫, এক মুখে দূরকম কথা – To blow hot and cold in the same braeth.
৪৬, কই মাছের প্রাণ বড় শক্ত- A cat has nine lives.
৪৭, কষ্ট না করলে কেষ্ট মেলে না-No pains no gains.
৪৮, কয়লা ধুলেও ময়লা যায় না-Black will take no other hue.
৪৯, ঠেলার নাম বাবাজী- nothing likes force.
৫০, কাটা দিয়ে কাটা তোলা-To swallow the bait.আশা করি এই গুরুত্বপূর্ণ প্রবাদবাক্য (ইংরেজি Translation গুলো আপনার সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপকার করবে।
- 1190 views
- 3 answers
- 0 votes
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে?
= ১৭ মার্চ ১৯২০ সালে।
* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কোথায়?
= গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
- 853 views
- 1 answers
- 0 votes
-
শেখ মুজিবুর রহমানকে ৩মার্চ ১৯৭১ সালে আ, স, আব্দুর রব ঢাকার পল্টন ময়দানে “জাতির জনক” উপাধি দেন।
NB: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে।
* শেখ মুজিবুর রহমানকে “জাতির জনক” উপাধি দেন কে?
= আ, স, আব্দুর রব।
* শেখ মুজিবুর রহমানকে “জাতির জনক” উপাধি দেন কোথায়?
= ঢাকা পল্টন ময়দানে
* শেখ মুজিবুর রহমানকে “জাতির জনক” উপাধি দেন কে কখন?
= ৩মার্চ ১৯৭১ সালে।
আরও জানুন-
শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাধি দেন কে, কোথায় এবং কখন?
- 525 views
- 1 answers
- 0 votes
-
শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাধিতে ভূষিত করেন “তোফায়েল আহমেদ” রেসকোর্স ময়দানে 23 শে ফেব্রুয়ারি 1969 সালে।
NB: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে।
* শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাধি দেন কে?
= তোফায়েল আহমেদ
* শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাধি দেন কোথায়?
= রেসকোর্স ময়দানে
* শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাধি দেন কখন?
= 23 শে ফেব্রুয়ারি 1969 সালে।
- 1311 views
- 1 answers
- 0 votes
-
ব্যাকরণ
সংজ্ঞা: ‘ব্যাকরণ’ (বি+আ+কৃ+অন) শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ। ভাষা বিশ্লেষণ করাই ব্যাকরণের কাজ। সুতরাং যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।
# ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, যে শাস্ত্রে কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রয়োগরীতি বুঝিয়ে দেওয়া হয়, সে শাস্ত্রকে বলে সে ভাষার ব্যাকরণ।
ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা:
নিচে সংক্ষেপে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করা হল।
পৃথিবীর প্রতিটি ভাষা একটি শৃঙ্খলা ও নিয়মবিধির দ্বারা নিয়ন্ত্রিত। ভাষার এ নিয়মবিধি জানার জন্যই ব্যাকরণ পাঠ অপরিহার্য। একটা ভাষা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান লাভ করার জন্যই সে ভাষার ব্যাকরণ জানতে হবে। ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং সেগুলোর সুষ্ঠু ও সঠিক ব্যবহার বা প্রয়োগবিধি সম্বন্ধে জ্ঞানলাভ করা যায়।
এ ছাড়া ব্যাকরণ জানা থাকলে লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজতর হয়। বাগধারা, ছন্দ ও অলংকার প্রকরণও ব্যাকরণের অন্তর্ভুক্ত বিষয়। কাজেই ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম।
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় গুলো কি কি? ব্যাকরণ এর পরিধি আলোচনা কর
- 2096 views
- 1 answers
- 0 votes
-
আমার বাংলালিংক সিমটি অনেকদিন ধরে ব্যবহার করছি, সে কারণে সবার কাছে পরিচিত হয়ে গেছে। এজন্য ফেলে দিতে পারছে না।
তাই কল করার জন্য অন্য সিম ব্যবহার করছি এবং এই সিমটি খুলে রেখেছি শুধুমাত্র ইনকামিং কলের জন্য।
না হলে অনেক আগেই ফেলে দিতাম। এত পরিমান টাকা বেশি কাটছে চিন্তা করা যায়।
- 706 views
- 3 answers
- 0 votes
-
গুগল এ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান্ড বা suspend হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারন হলঃ
১। এক ব্যক্তির যদি একাধিক একাউন্ট থাকে এবং যদি গুগল সেটা বুঝতে পারে তাহলে আপনার একাউন্ট অবশ্যই সাসপেন্ড হবে।
২। vpn ব্যবহার করে আপনি যদি গুগল এডসেন্সের এড এ নিজে নিজে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড অথবা সাসপেন্ড হবেই।
৩। আপনি যদি অন্য কোন ওয়েবসাইট থেকে কপি করে আর্টিকেল লেখান এবং ওয়েব সাইটের মালিক আপনার নামে কমপ্লেইন করে তাহলে আপনার এ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান্ড হয়।
ভিডিও টি দেখুনঃ
This answer accepted by জেসমিন সুলতানা সুইটি. on July 16, 2018 Earned 5 points.
- 678 views
- 1 answers
- 0 votes
-
- 1039 views
- 1 answers
- 0 votes
-
গল্পটি অনেক ভাল লেগেছে।
স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সাহিত্য কর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
- 3040 views
- 4 answers
- 1 votes
-
- 568 views
- 1 answers
- 0 votes