শফিকুল ইসলাম's Profile
Default
13
Points

Questions
3

Answers
2

  • বর্তমান মৌসুমে ডেঙ্গু জ্বরের মতোই ভাইরাসজনিত একটি অসুখ দেখা যাচ্ছে। এতে দেহের তাপমাত্রা হঠাৎ অনেক বেড়ে ১০৪ ডিগ্রি বা আরও বেশি উঠে। এ জ্বরের নাম চিকুন গুনিয়া।

    জ্বরের বৈশিষ্ট্য
    * কাঁপুনি দিয়ে জ্বর আসে না বা ঘাম দিয়ে জ্বর সারে না।
    * জ্বরের সঙ্গে মাথাব্যথা, চোখ জ্বলা, গায়ে লাল দানার মতো র‌্যাস, অবসাদ, অনিন্দ্রা, বমি বমি ভাব দেখা দিতে পারে।
    * শরীরের বিভিন্ন স্থানে যেমন মাংসপেশিতে বা অস্থিসন্ধিতে তীব্র ব্যথা ও ফুলে যেতে পারে। এ জন্য হাঁটা-চলায় দুর্বলতা বোধ হয়।
    * সাধারণত ২-৫ দিন জ্বর থাকে।
    * ডেঙ্গুর মতো চিকুন গুনিয়া জ্বরে মৃত্যুঝুঁকি থাকে না, কারণ এতে প্লাটিলেট কমে যায় না এবং রক্তক্ষরণের ঝুঁকিও থাকে না।

    করণীয়
    * মশা যাতে কামড় দিতে বা শরীরে বসতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
    * এডিস মশার কামড়ে এ জ্বর হয়। এর কোনে প্রতিষেধক বা টিকা নেই।
    * এ মশা দিনেরবেলায় বেশি কামড়ায়।

    চিকিৎসা
    * জ্বর ভালো না হওয়া পর্যন্ত রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
    * প্রচুর পানি, ফলের জুস ও অন্যান্য তরল যথেষ্ট পরিমাণ খেতে হবে। জ্বরের জন্য প্যারাসিটামলই যথেষ্ট।

     

    ডা. রাজাশিস চক্রবর্তী
    মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Source: jugantor

    • 3354 views
    • 2 answers
    • 0 votes
  • এ সকল প্রতারকরা  বিভিন্ন নাম এবং  ছবি ব্যবহার করে। ফেসবুক এ অনেক প্রোফাইল এদের আছে। এই প্রোফাইল নষ্ট হলে অন্য ছবি এবং প্রোফাইল বানাবে এবং আবার ধোঁকা দেবে। সুতারাং সকলেই সাবধান হন। এবং itinfoworld এর দেয়া উপদেশ টি সবাই অনুসরণ করেন তাহলে ঠকবেন না ইনশাল্লাহ।

    ধন্যবাদ সবাইকে।

    • 6330 views
    • 5 answers
    • 0 votes