bloggingnseo's Profile
Default
15
Points

Questions
0

Answers
7

  • হোস্টিং নিয়ে প্রশ্ন বুঝতে পারছি, কিন্তু প্রশ্ন কয়টা ভাই। ওয়েবসাইট হচ্ছে একটা ফোল্ডারে রাখা বিভিন্ন ফাইলের সমষ্টি যা প্রদর্শন করা হয়। ব্রাউজারের মাধ্যমে ইউজারেরা এটা দেখে। আপনার কম্পিউটারেও এই ফোল্ডারটি থাকতে পারে। আপনার কম্পিউটার খুব ভালো মাণের না, ২৪ ঘন্টা খোলা থাকে না তাই কারো কাছ থেকে সার্ভার ভাড়া নিতে হবে। এটাকেই বলে ওয়েবসাইট হোস্ট করা, পদ্ধতিটাকে বলে হোস্টিং।

    পৃথিবীর যেকোন জায়গা থেকে কিনতে পারেন যদি সেটা বিশ্বস্ত মনে হয়। আন্তর্জাতিকভাবে বিখ্যাত কোন প্রভাইডার বা, নিজের দেশের কারো কাছ থেকে নিতে পারেন।

    কেনার সময় খেয়াল রাখবেন CPanel দিচ্ছে কি না, Cloudflare এ যুক্ত করা যায় কি না। বাংলা সাইট হোস্ট করার জন্য বাংলাদেশী সার্ভারে হোস্ট করাটাই সবচেয়ে ভালো।

    তথ্যসূত্রঃ ডোমেইন হোস্টিং ক্রয়

    • 6150 views
    • 2 answers
    • 0 votes
  • ব্লগিং শুরু করার আগে অনেকে আপনাকে অনেক রকম পরামর্শ দেবে। বিশেষজ্ঞরা এবং বিখ্যাত ব্লগাররা আপনাকে কখনোই এই ধরণের পরামর্শ দেবে না। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শুরু করা। এটা অনেকেই সাত পাচ ভেবে করেন না। কিছু বিষয়ের কথা বলি-

    1. যা নিয়ে লিখতে ভালোবাসেন সেটা নিয়েই লিখবেন
    2. ঐ সম্পর্কিত নিশ বেছে নেয়ার জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন
    3. আপনার নিশের জন্য ওয়েবসাইট তৈরি করবেন
    4. কনটেন্ট হচ্ছে ওয়েবসাইটের রাজা, বাকিরা তার চ্যালা। কনটেন্ট যেন সেরা হয় সেটা নিশ্চিত করবেন।
    5. ওয়েবসাইট এবং কন্টেন্ট তৈরি হলে এস ই ও, মার্কেটিং এগুলো করবেন।

    যা লিখলাম, এটাই জানতে হবে। এবার শুরু করুন। কোন প্ল্যাটফর্মে ব্লগিং করবেন সেটার চেয়ে গুরুত্বপূর্ণ অন্যদের চেয়ে ভালো কিছু দিতে পারছেন কি না।

    তথ্যসূত্রঃ ব্লগিং টিউটোরিয়াল

    • 1148 views
    • 3 answers
    • 0 votes
  • একদম ঠিক বলেছেন, তারপরেও প্রচুর মানুষ আছে যারা ডোমেইন হোস্টিং কেনে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। ব্লগারে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা এবং এড দেখানো যায় এটা সত্যি। ওয়ার্ডপ্রেসেও ইনকাম করা যায় এফিলিয়েট এর মাধ্যমে, এড দেখানো যায় না। আপনি যেগুলোর কথা বলেছেন এগুলো ওয়েব ২.০ ব্লগ, ফ্রি হোস্টিং না।  আরো কিছু কারণ বলি-

    1. ফ্রি হোস্টিং এর সাইট নিজের মতো করে ডিজাইন করতে পারবেন না। ব্লগারে সাইন আপ অপশন রাখতে পারবেন না।
    2. এই সাইটের মতো প্রশ্নোত্তর সাইট ওয়েব ২.০ ব্লগে তৈরি করা যায় না।
    3. স্ট্যাটিক সাইট তৈরি করা গেলেও ডাইনামিক সাইট তৈরি করা যায় না

    ব্যাক্তিগত ব্লগের জন্য ওয়েব ২.০ নিশ্চিন্তে ব্যাবহার করুন। বাণিজ্যিক চিন্তাভাবনা থাকলে হোস্টিং কিনুন। ডোমেইনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সাবডোমেইন কোন ব্রান্ডকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে না। এইজন্য ডোমেইন দরকার।

     

    তথ্যসূত্রঃ ওয়েব হোস্টিং এর গুরুত্ব

    • 5191 views
    • 1 answers
    • 0 votes
  • আপনার যদি ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড থাকে তাহলে যেকোন দেশ থেকে কিনতে পারেন। বিশ্বব্যাপী জনপ্রিয় কিছু হোস্টিং প্রভাইডার হচ্ছে- Bluehost, Siteground, Hostagator ইত্যাদি। বাংলাদেশ থেকেও কিনতে পারেন কারণ, বাংলাদেশেও অনেক বিখ্যাত এবং বিশ্বাস করার মতো হোস্টিং প্রভাইডার আছে।

    আপনার যদি বাংলা ওয়েবসাইট তৈরি করার পরিকল্পনা থাকে তাহলে আমি বলবো বাংলাদেশ থেকে হোস্টিং নিতে এবং বাংলাদেশী সার্ভার থেকে। তাহলে, সাইটের স্পিড ভালো পাবেন। বাংলাদেশী বাঙালি ভিজিটরেরা সাইট ভিজিট করে স্বাচ্ছন্দ্য পাবে। আরো কিছু ব্যাপার আছে- বিকাশ/রকেটে পেমেন্ট দেয়া যায়। বাংলাদেশে Eikra, Alpha.net এরকম বেশ কিছু সাইট আছে যারা অনেক আগে থেকেই আছে এবং ওয়েবসাইট মেরে দেবে না। কেউই আসলে মেরে দিতে চায় না। কিছু সস্তা রিসেলার আছে যারা হারিয়ে যেতে পারে, বাকিদের উপর আস্থা রাখতে পারেন।

     

    তথ্যসূত্রঃ ডোমেইন হোস্টিং ক্রয়

     

    • 3039 views
    • 3 answers
    • 0 votes
  • অবশ্যই পারবেন। ব্লগার এবং ওয়ার্ডপ্রেস এযাবতকালের সবচেয়ে জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম, এই দুটি প্ল্যাটফর্মে ওয়েবসাইট বানাতে হলে কোডিং এর জ্ঞান লাগে না। একটু প্র্যাকটিস থাকলেই এটা করা যায়। ওয়ার্ডপ্রেসে তুলনামূলক সহজ। সাধারণ একটি ব্লগ তৈরি করার জন্য কাস্টম টেমপ্লেট বা, থীম দিলেই হয়ে যায় যা খুবই সহজ। সাইটের অনেক ফিচার যোগ করতে হলে শেখার প্রয়োজন হয়, কোডিং না জানলেও চলে। আমি নিজেও কোডিং জানি না কিন্তু বেশ ভালো ওয়েবসাইট তৈরি করতে পারি। পৃথিবীর বিখ্যাত অনেক ওয়েবসাইট আছে যেগুলো কোডিং জ্ঞান ছাড়া তৈরি হয়েছে।

    তথ্যসূত্রঃ ব্লগিং টিউটোরিয়াল

    • 9766 views
    • 2 answers
    • 0 votes
  • কেন পারবেন না ভাই, আমারো কোন কোডিং এর জ্ঞান নেই, আমিও কিন্তু বেশ ভালো ওয়েবসাইট তৈরি করতে পারি। ব্লগস্পট, উইক্স, উইবলি ইত্যাদি অনেক ওয়েব ২.০ সাইট আছে যেখান থেকে আপনি সাইট তৈরি করতে পারবেন। এছাড়া ওয়ার্ডপ্রেস এবং আরো অনেক কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেখানে কোডিং জ্ঞান প্রয়োজন হয় না।

    কোডিং নলেজ ছাড়া আমার সাইটঃ ব্লগিং এবং এস ই ও টিপস

    • 9766 views
    • 2 answers
    • 0 votes
  • কোর্স করলে ভালো হয়। ইন্টারনেটে সব রিসোর্স পাবেন, তবে কি শিখতে হবে সেটা শিখতেই অনেক সময় চলে যাবে। পৃথিবীতে শেখার অনেক উপাদান ছড়িয়ে আছে, এরপরও শিক্ষাপ্রতিষ্ঠানে মানুষকে যেতেই হয়। অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে শেখার আলাদা গুরুত্ব অবশ্যই আছে। টাকা খরচ করে যেসব কোর্স করতে হয়, সেগুলো কার্যকর বলেই লোকে টাকা দিয়ে পড়ে। আপনি ফ্রিতেও কোর্স করতে পারেন- এখানে অনলাইন পড়াশোনার সাইট খুজে পাবেন। হার্ভার্ড, স্ট্যানফোর্ড এইসব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও ফ্রি কোর্স আছে। ব্লগিং এর জন্য কোন একটা কোর্স খুজে বের করে করে ফেলুন। আমি Alison থেকে বিং এস ই ও এর উপর একটা কোর্স করেছিলান, গুগোলের জন্যও সেটা কার্যকর।

    নিজে নিজে যদি করতে চান, তাহলে আমি বলবো শুরু করুন। এরপর যা সমস্যায় পড়বেন সার্চ দিয়ে সমাধান খুজে নেবেন। শুরুর আগে কিছু আর্টিকেল পড়ে নিতে ভুলবেন না। আমার নিল প্যাটেলের লেখাগুলো ভালো লাগে, ইউটিউবের ভিডিওগুলোও।

    • 923 views
    • 2 answers
    • 0 votes