সাধারণত পুরুষ কোয়েলের গলার নিচে সমান্তরাল বাদামী রঙয়ের হয়ে থাকে।এতে কাল ফোটা ফোটা ছোপ থাকেনা।
★মাদি কোয়েলঃ
মহিলা কোয়েলের গলার নিচে ও বুকে কাল কাল ফোটার মত ছোপ ছোপ থাকে।
ধন্যবাদ।
Questions
54
Answers
35
বাজারে A DZ09 Smart Watch এর দাম 1400tk
মঙ্গল গ্রহকে সৌরজগতের লাল গ্রহ বলা হয়।
আপনার চামড়া মনে হয় খুব সেন্সেটিভ জন্য ডাব সাবান ব্যবহার করে ত্বক বের করা হয়। আপনি ডাভ সাবান ব্যবহার চালিয়ে যেতে পারেন, কিছুদিন পরে ব্রন বেরিয়ে এলে তা কমবে।
খাওয়ার কাছে ওজন নিয়ন্ত্রণে থাকে মূলত। এভাবে আমি একমাসে ১ কেজির কিছু বেশি ওজন কমিয়েছিলাম এবং বর্তমানে শুধু খাওয়া নিয়ন্ত্রণ করে ওজন স্থির রেখেছি। এতে ভুঁড়িও কমবে। আর বিভিন্ন রকম ব্যায়ামেও উপকার পাবেন কিন্তু খাবার নিয়ন্ত্রণ না করলে দীর্ঘমেয়াদে কোন ফল পাবেন না।
দেশের সার্থে বিসিবির উচিৎ এই সিদ্ধান্ত থেকে সরে অাসা।অামি ঢাকাকে সাপোর্ট করবো। অার হে দেশী খেলোয়াড়দের প্রধান্যটা একটু কম হয়ে গেছে।
মানুষ
পাঁচ থেকে ছয় মাস বয়সে।
কুকুর কামড় দিলে মাছ মাংস খাওয়া যাবে ৷ এর সাথে কামড়ের কোন সম্পর্ক নেই ৷ তবে ভ্যাক্সিন নেওয়া জরুরী ৷ কারন জলাতঙ্ক রোগের লক্ষণ প্রকাশ পেলে আর আরোগ্য হওয়ার উপায় থাকবে না ৷ কারন এর কোন চিকিৎসা নেই ৷,
একদিন পর ছেড়ে দিলেই হয়। আগের দিন রাতে এনে পরের দিন সকালে ছেড়ে দিলেই হবে। তবে যদি দিনে কবুতর কিনে আনেন তাহলে দুদিন রাখতে হবে, তারপর ছেড়ে কবুতর যাবে না।
মাদী কোয়েলের বুকের পশমে কালো ফোটা থাকে।
আর নর গুলোরর থাকেনা।
★মাদি কোয়েলঃ
মহিলা কোয়েলের গলার নিচে ও বুকে কাল কাল ফোটার মত ছোপ ছোপ থাকে।
ধন্যবাদ।