356
Points
Questions
55
Answers
101
-
ডোমেইন – হস্টিং কি বাংলাদেশ থেকে কেনা উচিৎ না বিদেশ থেকে কেনা উচিৎ?
ডোমেইন – হস্টিং সব সময় বড় এবং বিস্বস্ত কোম্পানি থেকে কেনা উচিৎ। সেটা বাংলাদেশ হতে পারে বা বিদেশ ও হতে পারে।
তবে ডোমেইন হস্টিং কেনার পূর্বে সতর্ক থাকতে হবে। বিস্তারিত জানুন।
- 3073 views
- 3 answers
- 0 votes
-
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
আসলে ইঁদুরের বিষ্ঠা থেকে সিগারেট তৈরি করা হয় কিনা সেটা আমি জানি না। তবে বাংলাদেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকা “কালের কন্ঠ” পত্রিকায় আমি পড়েছিলাম।
আমি নিচের লিংক দিলাম। আপনিও পড়ে নিয়েন। যদি পত্রিকার এ কথাটি সত্য হয়, তাহলে সত্য। আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা।
আমার কিছু বলার নেই।
উত্তর সুত্রঃ সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা! – কালের কন্ঠ
- 1144 views
- 2 answers
- 0 votes
-
2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা 149,772,364 জন। [উৎস]
জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। তার মানে বাংলাদেশ পৃথিবীর ৮ম জনবহুল দেশ।
জনসংখ্যার ঘনত্বঃ 1,106 জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করে
এবং 2,864.5 জন প্রতি বর্গ মাইল বাস করে যা ওয়ার্ল্ড এর10 তম (জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী বাংলাদেশের অবস্তান ১০ম)
মনে রাখবেনঃ
জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী বাংলাদেশের অবস্তান ১০ম কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান ৮ম।
বিদ্রঃ এছাড়া ২০১৬ এবং ২০১৮ সালের কিছু তথ্য উইকিপিডিয়াতে আছে অনুমানিক (১০০% সঠিক নয়)
সেকারনে আমি এখানে লিখলাম না। আপনারা চাইলে দেখতে পারেন এখান থেকে।
This answer accepted by জেসমিন সুলতানা সুইটি. on October 21, 2018 Earned 5 points.
- 1244 views
- 1 answers
- 0 votes
-
আমার মনে হয় আপনি আগে কোন special offer নিয়ে ছিলেন। সে কারণে কম টাকা কাটত।
কিন্তু সেই অফারটা শেষ হওয়ার কারণে আপনি যে প্যাকেজ ব্যবহার করছেন, সেই প্যাকেজে regular চার্জ কাটছে। regular চার্জ বেশি special offer এর চেয়ে। সে কারণে আপনার টাকা বেশি কাটছে। তাই আপনি বাংলালিংকের যেকোনো অফার ব্যবহার করেন টাকা কম কাটবে।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য
- 717 views
- 3 answers
- 0 votes
-
আপনার মূল্যবান এই প্রশ্নের জন্য ধন্যবাদ.
আপনার প্রস্নঃ হযরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিই কোন ছবি আছে কি?
সোজা উত্তর না। হযরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছবি না আঁকা ছবি নেই।
- 738 views
- 1 answers
- 0 votes
-
ইংরেজি গ্রামার এ preposition “ON” এর ব্যবহার
১। নদীর তীরে বুঝাতে on বসে। যেমনঃ Dhaka is on the Buriganga.
২। কোন কিছুর উপরে সংলগ্ন বুঝাতে on বসে। যেমনঃ The book is on the table.
৩। Floor এর সংখ্যা বুঝাতে on বসে। যেমনঃ The office is on the 4th floor.
৪। সীমানার উপর বুঝাতে on বসে। যেমনঃ The Buriganga is on the south of Dhaka.
৫। বার / তারিখের পূর্বে এবং দিবসের আগে বুঝাতে on বসে। যেমনঃ He will come back on Sunday on the 5th May.
৬। সম্বন্ধে বুঝাতে on বসে। যেমনঃ He wrote an essay on the cow.
৭। নির্ভরতা বুঝাতে on বসে। যেমনঃ We live on rice.
৮। অনুসারে বুঝাতে on বসে। যেমনঃ He has taken leave on medical advice.
৯। সময়ের বর্ণনা বুঝাতে on বসে। যেমনঃ The river looks beautiful on a moonlit night.
নিম্নের শব্দ গুলোর পর on বসে।
congratulate, comment, pride, rely, bestowed, insist, determined, depend, impose, reflect, take pity.
ইংরেজি গ্রামার বই থেকে বিস্তারিত দেখে নেবেন।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
- 725 views
- 1 answers
- 0 votes
-
আদর্শ ছেলে
কুসুমকুমারী দাস
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন
‘মানুষ হইতে হবে’ – এই যার পণ৷বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয়?
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?সে ছেলে কে চায় বল, কথায় কথায়
আসে যার চোখেজল, মাথা ঘুরে যায়?
মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,
তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ৷- 1793 views
- 2 answers
- 0 votes
-
Answers Mode ১টি ভাল মানের বাংলায় প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট। যেখানে ২টা ভার্সন আলাদা করা হয়েছে। বাংলা এবং ইংলিশ। এছাড়া আরও কিছু সার্ভিস আছে যেমন- আর্টিকেল লেখা ও প্রকাশ করার সুবিধা।
Answers Mode Bangla
Answers Mode English
Answers Mode Help- 670 views
- 1 answers
- 0 votes
-
আপনি আপনার Banglalink SIM replace করতে পারবেন যে কোন Banglalink Service Point (BSP) ও Banglalink Point থেকে।
আপনার বাংলালিংক সিম উঠানোর জন্য লাগবে –
- NID Card এর ফটো কপি
- ২ কপি পাসপোর্ট (PP) সাইজ এর রঙ্গিন ছবি।
- যার NID Card দিয়ে সিম রেজিস্ট্রেশান করেছেন তাকে যেতে হবে।
- বাংলাদেশের সকল কম্পানির সিম তোলার (রিপ্লেস) করার চার্জ (৫০ টাকা থেকে ২০০ টাকা। সর্বোচ্চ ২০০ টাকা।) (আপনি ধরে রাখবেন আপনার সিম তুলতে ২০০টাকা লাগবে)
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
- 7061 views
- 2 answers
- 0 votes
-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের নাম ছিল দুলদুল ও তাইয়া ।
- 975 views
- 1 answers
- 0 votes