356
Points
Questions
55
Answers
101
-
“তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো” – উক্তিটি করেছেন “নেপোলিয়ন”।
নেপোলিয়ন এর আরও উক্তি দেখুন এখানে।
ধন্যবাদ
This answer accepted by জেসমিন সুলতানা সুইটি. on October 21, 2018 Earned 5 points.
- 4263 views
- 1 answers
- 0 votes
-
এটা অনলাইনে কথাও পাবেন না কারন সিকিউরিটির জন্য সবার জন্য উনুমুক্ত নয়।
আপনি আপনার নিজ এলাকার ইউনিয়ন পরিষদ এ পাবেন ।
ধন্যবাদ।
- 10011 views
- 2 answers
- 0 votes
-
এটা অনলাইনে কথাও পাবেন না কারন সিকিউরিটির জন্য সবার জন্য উনুমুক্ত নয়।
আপনি আপনার নিজ এলাকার ইউনিয়ন পরিষদ এ পাবেন ।
ধন্যবাদ।
- 3650 views
- 2 answers
- 0 votes
-
উত্তর
আল-হামদুলিল্লাহপ্রথমত :
যে তার স্ত্রীর সাথে সহবাসের করার ইচ্ছা পোষণ করে, তার জন্য বলা সুন্নত :
” بِسْمِ اللَّهِ ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا“
বুখারি : (৬৩৮৮) ও মুসলিম : (১৪৩৪)
ইবনে আব্বাস রাদিআল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন :
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا ، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا ).
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : “যদি তোমাদের কেউ স্ত্রী সহবাসের সময় বলে بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا এবং তাদের ভাগ্যে সন্তান নির্ধারণ করা হয়, তবে শয়তান কখনো তার ক্ষতি করবে না।
বুখারির বর্ণনায় রয়েছে :
( لَمْ يَضُرَّهُ الشَّيْطَانُ وَلَمْ يُسَلَّطْ عَلَيْهِ ) .
শয়তান তার ক্ষতি করবে না, এবং তার উপর শয়তানকে প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। বুখারি : (৩২৮৩)
এ সব বর্ণনা প্রমাণ করে যে, সহবাসের সময় এ দোয়াটি পড়া সুন্নত, স্বামী-স্ত্রীর খেলাধুলার সময় নয়।
রাসূলের বাণী : ( لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا ) এর বিভিন্ন অর্থ বর্ণনা করা হয়েছে।
কেউ বলেছেন : এ সন্তানটি নেককারদের অন্তর্ভুক্ত হবে, যার উপর শয়তানের কর্তৃত্ব থাকবে না।
কেউ বলেছেন : শয়তান তাকে পরাস্ত করতে পারবে না, অথবা শয়তান তাকে কুফরির মাধ্যমে গোমরাহ করতে পারবে না, অথবা তার জন্মের সময় পিতার সঙ্গী হতে পারবে না যখন সে তার মায়ের সাথে সহবাস করে।কাজি ইয়াজ রা. বলেছেন :
( لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا ) ‘তাকে ক্ষতি করতে পারবে না’ এর অর্থ কেউ বলেছেন : শয়তান তাকে পরাস্ত করতে পারবে না। কেউ বলেছেন : জন্মের সময়, অন্যান্য সন্তানের বিপরীতে, শয়তান তাকে খোঁচা দেবে না। তিনি বলেন : তবে সকল ক্ষতি, শয়তানি ওয়াসওয়াসা ও পথভ্রষ্টতা থেকে সে সুরক্ষা পাবে এ অর্থ কেউ করেন নি।
ইমাম নববি ‘সহীহ মুসলিমের ব্যাখ্যগ্রন্থে’বিষয়টি উল্লেখ করেছেন।
ইবনে দাকিকুল ঈদ রা. বলেছেন :
রাসূলের বাণী : (শয়তান তাকে ক্ষতি করতে পারবে না) ব্যাপক অর্থে নেয়া যায়, তখন এর অন্তর্ভুক্ত হবে দীনি ক্ষতি। আবার শারীরিক ক্ষতির বিবেচনায় একে বিশেষ অর্থেও জ্ঞান করা যায়, তখন এর অর্থ হবে শয়তান তাকে স্পর্শ করবে না, এবং তার শরীর ও বিবেক ক্ষতিগ্রস্ত হয়, এমন কোন কর্ম করবে না। এ অভিমত বিশুদ্ধতার নিকটতর, যদিও খাস করা নীতি বিরুদ্ধ। কারণ, আমরা যদি ব্যাপকের অন্তর্ভুক্ত করি, তার অর্থ দাড়ায় : সন্তানটি মাসূম ও সকল গোনা থেকে পবিত্র হবে। আর এটা নাও হতে পারে, বা হলেও খুব কম, আবার রাসূল যে সংবাদ দিয়েছেন, তা সত্যে পরিণত হওয়াও জরুরি। আর আমরা যদি আকল ও শরীরের ক্ষতি বিবেচনা করি, তবে তা অসম্ভব নয়, এবং তার বিপরীত অর্থ প্রকাশ করার কোন দলিলও নেই।দ্বিতীয়ত :
এ দোয়া যে পড়ে এবং পরবর্তীতে যাকে সন্তান দেয়া হয়, তার জন্য এ হাদিসে ওয়াদা রয়েছে : “শয়তান তার ক্ষতি করবে না।” তবে যে এ দোয়া পড়তে ভুলে যায়, শয়তান তার সন্তানের অবশ্যই ক্ষতি করবে, এমন কিছু এ হাদিসে নেই। বরং তা কতক মনীষী থেকে বর্ণনা করা হয়েছে।
তাই, আল্লাহ সন্তানকে শয়তান থেকে হিফাজত করবেন, এ আশায় নিয়মিত এ দোয়াটি পড়ে নেয়া জরুরি।তৃতীয়ত :
মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ আদব হলো, পরিপূর্ণরূপে সতর ঢাকা এবং সতর হিফাজত করা, যাতে কেউ না দেখে। আর মানুষ যেহেতু কতক সময় সতর খুলতে বাধ্য হয়, যেমন পেশাব-পায়খানা, অথবা স্ত্রী সহবাস, অথবা অন্য কোন প্রয়োজনে, তখন তার জন্য বৈধ করা হয়েছে যে, সে জীনদের থেকে আড়াল হবে, যারা তাকে দেখছে। অথবা সে তার নির্দিষ্ট স্থানে আল্লাহর যিকরের মাধ্যমে প্রবেশ করবে। যেমন পূর্বের হাদিসে আল্লাহর যিকরের মাধ্যমে শয়তানের কষ্ট থেকে নিরাপত্তা অর্জন করতে বলা হয়েছে।
আলী ইবনে আবি তালিব রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( قَالَ سَتْرُ مَا بَيْنَ أَعْيُنِ الْجِنِّ وَعَوْرَاتِ بَنِي آدَمَ إِذَا دَخَلَ أَحَدُهُمْ الْخَلَاءَ أَنْ يَقُولَ بِسْمِ اللَّهِ ) رواه الترمذي (606) وصححه الألباني .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : “বনি আদমের সতর ও জিনদের দৃষ্টির মাঝে পর্দা হল যখন তাদের কেউ টয়লেটে যাবে, তখন বলবে : بِسْمِ اللَّهِ
ইমাম নববি রাহিমাহুল্লাহ ‘কিতাবুল আযকারে’ (পৃ.২২) বলেছেন : باب ما يقول إذا خلع ثوبه لغسل أو نوم أو نحوهما তাতে তিনি এ হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ ভাল জানেন।- 817 views
- 1 answers
- 0 votes
-
নিজের মোবাইল নুম্বার দেখার জন্য নিচের শর্ট কোড গুল ডায়াল করুন। নিচে বাংলাদেশ এর বড় 5 company এর সিম এর নুম্বার দেখার শর্ট কোড গুলো দিলাম।
- গ্রামীণফোন এর সিম এর নুম্বার দেখার জন্য ডায়াল করুন : *২# অথবা *১১১*৮*২#
- বাংলালিংক এর সিম এর নুম্বার দেখার জন্য ডায়াল করুন : *৫১১#
- রবির এর সিম এর নুম্বার দেখার জন্য ডায়াল করুন : *১৪০*২*৪#
- এয়ারটেল এর সিম এর নুম্বার দেখার জন্য ডায়াল করুন : *১২১*৬*৩#
- টেলিটক এর জন্যঃ- টেলিটক এর কোন ডায়াল কোড নেয়। এর নাম্বার জানতে হলে ম্যাসেজ দিতে হবে। ম্যাসেজ দিতে লিখুন AR এবং সেন্ড করুন ২২২ এই নাম্বারে।
আসা করি আপনার নাম্বার জানতে পারবেন।
উপকৃত হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
This answer accepted by Reset Code. on October 22, 2017 Earned 5 points.
- 2270 views
- 2 answers
- 0 votes
-
হ্যাঁ, অবশ্যয় পারবেন। এর জন্য আপনাকে ভালোভাবে অনলাইন মার্কেটিং সম্পর্কে ভাল ভাবে জানতে ও বুঝতে হবে।
অনলাইন মার্কেটিং সম্পর্কে ভাল জ্ঞান থাকলে আপনি আপনার ভার্চুয়াল অথবা ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন খুব সহজে।
- 881 views
- 1 answers
- 0 votes
-
নরমাল মার্কেটিং বলতে আসলে ট্র্যাডিশনাল মার্কেটিং কে বুঝানো হয়েছে। যেমন টেলিভিশন, রেডিও, নিউজপেপার, ব্যনার, লিফলেট, ফ্লাইয়ার ইত্যাদি। তো নরমাল মার্কেটিং বা মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং এর মধ্যে পার্থক্য জানতে হলে আপনাকে জানতে হবে এই ২ মার্কেটিং কি?
নরমাল মার্কেটিং বা মার্কেটিং কি?
marketing is the action or business of promoting and selling products or services, including market research and advertising অর্থাৎ বিপণন হচ্ছে বাজার গবেষণা এবং বিজ্ঞাপনের সহ পণ্য বা পরিষেবাদি উন্নীতকরণ ও বিক্রি করার কর্ম বা ব্যবসা।
অনলাইন মার্কেটিং কি?
অনলাইন মার্কেটিং হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে বাজার গবেষণা এবং বিজ্ঞাপনের সহ পণ্য বা পরিষেবাদি উন্নীতকরণ ও বিক্রি করার কর্ম বা ব্যবসা।
আরও সহজ করে বোঝানোর জন্য নিচের উদাহরণ টি দিলাম।
মনে করুন আপনি একজন পাইলস বিশেষজ্ঞ ডাক্তার। আপনি প্রথমআলো পত্রিকার প্রথম পাতায় অ্যাড দিয়েছেন আপনার হসপিটাল এর যে এখানে পাইলস এর চিকিৎসা করা হয়। অ্যাড টি তে আপনার খরছ হয়েছে ৫ লাখ টাকা ১ দিনের জন্য। ভেবে দেখুনতো আপনার অ্যাড টি কারা দেখবে? আসলে কে দেখবে না?? জুয়ান, বৃদ্ধ, আবাল, বনিতা, পাইলস ওয়ালা, পাইলস ছাড়া সবাই দেখবে। এরা সবাই কি আপনার ক্লায়েন্ট? অবশ্যই না। কিন্তু প্রথম আলো কিন্তু সবার কথা ভেবেই আপনার কাছে এত টাকা বিল করেছে। অন্নদিকে অনলাইন মার্কেটিং এর সুবিধা হল অনলাইন প্লাটফর্ম মানুষ চিনে অ্যাড দেখায়। ওই অ্যাড টা যদি আপনি ফেইসবুক এ দিতেন তাহলে ফেইসবুক আপনার অ্যাড টা সুধু তাদেরকেই দেখাতো জাদের পাইলস আছে। আর খরচ হত পাঁচ লাখের জায়গায় পাঁচ হাজার (৫০০০)।
ধন্যবাদ।
This answer accepted by মিঠুন. on October 19, 2017 Earned 5 points.
- 1971 views
- 1 answers
- 0 votes
-
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয় এর নতুন CGPA গ্রেডিং সঠিক ভাবে নিচে দেওয়া হলঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় এর CGPA গ্রেডিং পদ্ধতিঃ
1. 80-100 =A+ = 4.00= 1st class
2. 75-79 = A=3.75 =1st class
3. 70-74 = A- = 3.50 = 1st class
4. 65-69 = B+ = 3.25 =1st class
5. 60-64 = B = 3.00 = 1st class
6. 55-59 = B- = 2.75 = 2nd class
7. 50-54 = C+ = 2.50 =2nd class
8. 45-49 = C = 2.25 =2nd class
9. 40-44 = D = 2.00 = 3rd classধন্যবাদ।
আরও জানতে প্রশ্ন করুন।
This answer accepted by আব্দুল্লাহ. on April 29, 2019 Earned 5 points.
- 1988 views
- 1 answers
- 0 votes
-
Napoleon Bonaparte (1769-1821), যিনি Napoleon I নামে পরিচিতি। , Napoleon ছিলেন একজন French military leader এবং emperor. তিনি 19th century তে Europe এর বেশির ভাগ দেশ জয় করেছিলেন। Napoleon জন্ম গ্রহন করেছিলেন island of Corsica, Napoleon.
নেপোলিয়ন বোনাপার্ট এর বিখ্যাত উক্ততি গুলো হলঃ
- “ বিশ্বে দুট শক্তি রয়েছে – এগুলো হচ্ছে অসি ও মন। কিন্তু পরিনামে এ দুয়ের দ্বন্দ্বে মনের কাছে অসি শেষ পর্যন্ত পর্যদুস্ত হয়।” – নেপোলিয়ন
- “কল্পনা শক্তি পৃথিবীকে শাসন করে” – নেপোলিয়ন
- “তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো” – নেপোলিয়ন
- “আমার অভিধানে “অসম্ভব” নামে কোন শব্দ নেই” – নেপোলিয়ন
আরও নেপোলিয়ন বোনাপার্ট এর বিখ্যাত উক্ততি দেখুন।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
- 32355 views
- 1 answers
- 0 votes
-
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। নিচে আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করছি।
রিকশা আবিস্কারের সঠিক ইতিহাস নিয়ে অনেক মতভেদ দেখা যায়। তবে অধিকাংশের মতানুসারে উত্তরটি দিলাম।
প্রস্নঃ রিকশা কে আবিস্কার করেন?
উত্তরঃ ইজুমি ইউসুকি যিনি সুজুকি টোকোজিরো এবং তাকাইয়ামা কোসুকীকে সাথে নিয়ে যৌথভাবে এটি আবিস্কার করেন।
প্রস্নঃ রিকশা কত সালে আবিস্কার করেন?
উত্তরঃ রিকশা আবিস্কার হয় ১৮৬৯ সালে।
প্রস্নঃ তিনি কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তরঃ রিকশার আবিস্কার ছিলেন জাপানের অধিবাসী।
This answer accepted by জেসমিন সুলতানা সুইটি. on October 21, 2018 Earned 5 points.
- 1086 views
- 1 answers
- 0 votes