220
Points
Questions
83
Answers
43
-
ক্যালকুলেটর ইংরেজি শব্দ Calculator অর্থ গণনাকারী। এটি একটি গণনাকারী যন্ত্র, বিদ্যুতে চলে।এর ভিতরে স্থাপন করা ব্যাটারিই বিদ্যুতের উৎস, লাইনের সাথে সংযোগের প্রয়োজন হয় না। ব্যবহারে বা অন্য কোন কারণে বিদ্যুৎ ফুরিয়ে গেলে ব্যাটারি পুনঃস্থাপন করে কাজ চালিয়ে যাওয়া যায়। গঠন, আকার ও প্রয়োজনে ক্যালকুলেটর বিভিন্ন রকমের হয়ে থাকে। কোনো কোনো ক্যালকুলেটরে ২৬টি, কোনোটিতে ৪২টি বোতাম বা কোনোটিতে ৪৭টি বোতাম থাকে, ইত্যাদি। উল্লেখ্য, কিছু ক্যালকুলেটর চালু করতে অন/সি (ON/AC) ও বন্ধ করতে অফ (OFF), কিছু ক্যালকুলেটরের ক্ষেত্রে অন/সি (ON/AC)ও অফ (OFF) এবং কিছু কেবল অন(ON) বোতাম ব্যবহারেই চালু ও বন্ধ করা যায়; তবে শিফট হয়ে এসি (AC) এর সাহায্যে তাৎক্ষণিকভাবেও বন্ধ করা যায়।
উপরের ছবিটি একটি ক্যালকুলেটরের প্রতিরূপ। এতে ২৬টি বোতাম রয়েছে, এতে অন (ON) বোতাম দিয়েই যন্ত্রটি চালু ও বন্ধ করা যায়।
ঘর-সংসারের দৈনন্দিন হিসাব-নিকাম ছাড়াও ব্যবসা-বাণিজ্যে ক্যালকুলেটরের ব্যাপক ব্যবহার হয়ে থাকে। গাণিতিক সমস্যা সমাধানে ক্যালকুলেটর বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কেবল ব্যবহারের মাধ্যমেই যন্ত্রটির উপযোগিতা ও প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়।
- 2174 views
- 1 answers
- 0 votes
-
অ্যাবাকাস (Abacus) নামক গণনা যন্ত্রকে কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র হিসেবে গণ্য করা হয়। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস ব্যাবেজের অ্যানালিটিকেল ইঞ্জিনের ধারণাকে আধুনিক কম্পিউটারের সূত্র হিসেবে বিবেচনা করা হয়।এ জন্য চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক হিসেবে আখ্যায়িত করা হয়।
- 929 views
- 1 answers
- 0 votes
-
আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ গুলো আমরা প্রায়ই গুলিয়ে ফেলি। তাই প্রায় একই রকম সাহিত্যকর্ম যতগুলো আছে তাদের নাম এবং লেখকের নাম লিস্ট আকারে দেয়া হল।
প্রায় একই নামের বাংলা সাহিত্যকর্ম সমূহ একসাথে দেয়া হলো লিস্ট করে, যেগুলো পরীক্ষার হলে চিন্তা করে সময় নষ্ট হয়। মুখস্ত রাখুন আশা করি উপকারে আসবে।
✎ জননী(উপন্যাস): মানিক বন্দ্যোপাধ্যায়।
✎ জননী(উপন্যাস): শওকত ওসমান।
…………………………………………………
◣ অভিযাত্রিক(কাব্য): সুফিয়া কামাল
◣ অভিযাত্রিক(উপন্যাস): বিভূতিভূষণ।
…………………………………………………
➳ সাম্যবাদী(কবিতা): নজরুল
➳ সাম্যবাদী (পত্রিকা) :খান মোঃ মঈনুদ্দিন
➳ সাম্য (প্রবন্ধ)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
…………………………………………………
✎ নীলদর্পণ (নাটক)- দীনবন্ধু মিত্র
✎ নীললোহিত (গল্প)- প্রমথ চৌধুরী
…………………………………………………
◣ রক্তরাগ (কাব্য)- গোলাম মোস্তফা
◣ রক্তকরবী (নাটক)- রবীন্দ্রনাথ ঠাকুর
◣ রক্তাক্ত প্রান্তর (নাটক)- মুনীর চৌধুরী
◣ রিক্তের বেদন (গল্প)- কাজী নজরুল ইসলাম
…………………………………………………
■ শেষ লেখা (কাব্য) – রবীন্দ্রনাথ ঠাকুর
■ শেষ প্রশ্ন (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
■ শেষের পরিচয় (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
■ শেষ বিকেলের মেয়ে (উপন্যাস)- জহির রায়হান
■ শেষ পাণ্ডুলিপি (উপন্যাস) – বুদ্ধদেব বসু
■ শেষের কবিতা (উপন্যাস) – রবীন্দ্রনাথ ঠাকুর
■ শেষ সপ্তক – রবীন্দ্রনাথ ঠাকুর
…………………………………………………
□ পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস)- আবু জাফর শামসুদ্দীন
□ পদ্মা নদীর মাঝি (উপন্যাস)- মানিক বন্দ্যোপাধ্যায়
□ পদ্মাবতী (কাব্য)- আলাওল
□ পদ্মাবতী (নাটক)- মাইকেল মধুসূদন দত্ত
□ পদ্মাবতী (সমালোচনামূলক গ্রন্থ)- সৈয়দ আলী আহসান
□ পদ্মগোখরা (গল্প)- কাজী নজরুল ইসলাম
□ পদ্মরাগ (উপন্যাস)- বেগম রোকেয়া
…………………………………………………
✎ গল্পগুচ্ছ, গল্পসল্প (গল্প)- রবীন্দ্রনাথ ঠাকুর
✎ গল্পবীথি, গল্পাঞ্জলি (গল্প)-প্রভাতকুমার মুখোপাধ্যায়
…………………………………………………
◣ একাত্তরের ডায়রি -বেগম সুফিয়া কামাল
◣ একাত্তরের দিনগুলি -জাহানারা ইমাম
◣ একাত্তরের বর্ণমালা -এম আর আখতার মুকুল
◣ একাত্তরের যীশু -শাহরিয়ার কবির
…………………………………………………
■ গীতাঞ্জলি (কাব্য)- রবীন্দ্রনাথ ঠাকুর
■ গীতবিতান (সঙ্গীত গ্রন্থ)- রবীন্দ্রনাথ ঠাকুর
■ গীতালি ( সঙ্গীত গ্রন্থ)- রবীন্দ্রনাথ ঠাকুর
■ গীতিগুচ্ছ (কাব্য)- সুকান্ত ভট্টাচার্য
…………………………………………………
◣ সঞ্চয়িতা (কাব্য সংকলন) – রবীন্দ্রনাথ ঠাকুর
◣ সঞ্চিতা (কাব্য) সংকলন – কাজী নজরুল ইসলাম
◣ সঞ্চয়ন (কাব্য) – কাজী নজরুল ইসলাম
◣ সঞ্চায়ন (গবেষণামূলক গ্রন্থ) – কাজী মোতাহের হোসেন
…………………………………………………
✎ কবর (কবিতা) – জসীমউদদীন
✎ কবর (নাটক)- মুনীর চৌধুরী
…………………………………………………
➳ পথের দাবী (উপন্যাস) -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
➳ পথের পাঁচালি-(উপন্যাস) বিভূতিভূষণ বন্দ্যেপাধ্যায়
…………………………………………………
◣ কৃষ্ণকুমারী (নাটক)- মাইকেল মধুসূদন দত্ত
◣ কৃষ্ণচরিত (প্রবন্ধ)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
◣ কৃষ্ণকান্তের উইল (উপন্যাস)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
◣ কৃষ্ণমঙ্গল (কাব্য)- শঙ্কর চক্রবর্তী
…………………………………………………
➳ জঙ্গনামা (কাব্য)- দৌলত উজির বাহরাম খান
➳ জঙ্গনামা (কাব্য)- মুহম্মদ গরীবুল্লাহ
…………………………………………………
◣ খোয়াবনামা (উপন্যাস)- আখতারুজ্জামান ইলিয়াস
◣ সিকান্দারনামা (কাব্য)- আলাওল
◣ নূরনামা/নসিহৎনামা(কাব্য)- শাহপরান/ আব্দুল হাকিম
◣ আকবরনামা – আবুল ফজল
…………………………………………………
✎ অভিযাত্রিক (কাব্য)- বেগম সুফিয়া কামাল
✎ অভিযাত্রিক (উপন্যাস)- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
…………………………………………………
■ অন্নদামঙ্গল(কাব্য)- ভারতচন্দ্র রায় গুণাকর
■ সারদামঙ্গল(কাব্য)- বিহারীলাল চক্রবর্তী
■ মনসামঙ্গল(কাব্য)- কানাহারি দত্ত
■ কালিকামঙ্গল(কাব্য)- রাম প্রসাদ সেন
…………………………………………………
◣ দেয়াল(উপন্যাস)- হুমায়ূন আহমেদ
◣ দেয়াল (উপন্যাস)- আবুজাফর শামসুদ্দীন
…………………………………………………✎ মানচিত্র(কবিতা): আলাউদ্দিন আল আজাদ।
✎ মানচিত্র(নাটক): আনিস চৌধুরী।
……………………………………………………
◣ দেনাপাওনা( ছোটগল্প) : রবীন্দ্রনাধ ঠাকুর।
◣ দেনাপাওনা(উপন্যাস): শরৎচন্দ্র
…………………………………………………
➳ মৃত্যুক্ষুধা(উপন্যাস): নজরুল
➳ জীবনক্ষুধা (উপন্যাস): অlআবুল মনসুর আহমেদ
…………………………………………………আমার জানা এগুলো আছে আর আপনাদের যদি আরও জানা থাকে তাহলে নিচে লিখুন আশা করি সবারই উপকারে আসবে।
- 804 views
- 1 answers
- 0 votes
-
বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
- 569 views
- 1 answers
- 0 votes
-
5G কি?
আমার জানা মতে, ৫জি (5G) হল ৫ম প্রজন্মের ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক যা সর্বোচ্চ গতির ইন্টারনেট ব্রাউজিং-এর অভিজ্ঞতা দেয়। ৪জি এর চেয়ে মূলত স্পীডের দিক থেকে প্রায় ১০গুন বেশি গতি সম্পন্ন। অর্থাৎ, ১০জিবিপিএস পর্যন্ত সাপোর্ট করতে পারবে ৫জি।
কিভাবে এটা কাজ করে?
৫জি নেটওয়ার্ক মূলত কাজ করেছে সেইম টাওয়ারের আন্ডারে আরও বেশি ইউজারকে সেইম স্পীডে সেইম কোয়ালিটির নেটওয়ার্ক দেয়ার ব্যাপারে।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
- 756 views
- 1 answers
- 0 votes
-
তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত।
আরও জানুনঃ
তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন।
সৌধটি নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিষ্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ১৬৫৩ খ্রিষ্টাব্দে।
- 2144 views
- 1 answers
- 0 votes
-
জাতীয় পরিচয়পত্র – কিভাবে করব, কোথায় করব, কি কি লাগবে ইত্যাদি বিষয় জানেন না। আর এ সমস্যা সমাধানের জন্য কিছু পদ্ধতি অনুসরণ করলে আশা করি সবাই উপকার পাবেন।
জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন? এছাড়াও অনেককেই জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন ভুলভ্রান্তি নিয়ে ভোগান্তি পোহাতে হয়। আবার যারা নতুন পরিচয়পত্র করতে চান তারাও এ বিষয়ে অনেকে অজ্ঞ। কিভাবে করব, কোথায় করব, কি কি লাগবে ইত্যাদি বিষয় জানেন না। আর এ সমস্যা সমাধানের জন্য কিছু পদ্ধতি অনুসরণ করলে আশা করি সবাই উপকার পাবেন।
পরিচয়পত্রে নিজের নাম, পিতা, মাতা, স্বামী, স্ত্রী ও অভিভাবকের নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ এবং ঠিকানা সংশোধন কিংবা বদল করতে হতে পারে। এ জন্য প্রার্থীকে সাদা কাগজে ‘ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্প’- এর পরিচালকেরকাছে আবেদন করতে হবে। এই আবেদন আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্প কার্যালয়ে পাওয়া ছক বা ফরমেও করা যায়।
ফরম পূরণ করে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দেওয়ার পর সেখান থেকে প্রাপ্তি স্বীকারপত্র (প্রাপ্তি নম্বরসংবলিত) দেওয়া হয়। এতে সংশোধিত জাতীয় পরিচয়পত্র দেওয়ার তারিখ উল্লেখ থাকবে। এই তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার থেকে সংশোধিত পরিচয়পত্র নিতে হবে।
নাম সংশোধনঃ
কেউ পরিচয়পত্রে থাকা নিজের নাম, পিতা, স্বামী কিংবা মাতার নাম সংশোধন করতে চাইলে তাকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে-
১। এসএসসি বা সমমান সনদ
২। নাগরিকত্ব সনদ
৩। জন্মনিবন্ধন সনদ
৪। চাকরির প্রমাণপত্র
৫। পাসপোর্ট
৬। নিকাহনামা
৭। পিতা, স্বামী কিংবা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত এসব নথি অবশ্যই সত্যায়িত হতে হবে। এ ক্ষেত্রে উল্লেখ করা নথির যার যেটি আছে, শুধু সেটি দিলেই চলবে। যেমন, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম, তাকে এসএসসি বা সমমানের সনদের ফটোকপি জমা দিতে হবে না। আবার কেউ যদি চাকরি না করেন, তাকে চাকরির প্রমাণপত্র দিতে হবে না। আবার পাসপোর্ট না থাকলে তা দেয়ার দরকার নেই।
নাম পরিবর্তনঃ
জাতীয় পরিচয়পত্রে নিজের নাম বদল করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি (শিক্ষাগত যোগ্যতা এর নিচে হলে দেয়ার দরকার নেই), বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত নাম পরিবর্তনসংক্রান্ত বিজ্ঞাপনের কপি। নাম পরিবর্তনের জন্য প্রার্থীকে শুনানির দিন প্রকল্পের কার্যালয়ে কাগজপত্রের মূল কপিসহ হাজির হতে হবে।
স্বামীর নাম সংযোজন বা বাদ দেওয়াঃ
বিয়ের পর কেউ জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম যুক্ত করতে চাইলে তাকে কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আর বিবাহবিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে আবেদনকারীকে তালাকনামার সত্যায়িত কপি জমা দিতে হবে।
পিতা বা মাতার নাম পরিবর্তনঃ
পিতা বা মাতার নাম পরিবর্তন করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা এইচএসসি বা সমমান পরীক্ষার সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ড। পিতা বা মাতার পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। পিতা বা মাতা বা উভয়ে মৃত হলে দিতে হবে ভাই বা বোনের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। পিতা-মাতার নাম পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর সাক্ষাৎকার নিতে পারেন।
ধন্নবাদ।
- 12893 views
- 2 answers
- 0 votes
-
- 759 views
- 3 answers
- 0 votes
-
ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বা ই-বাণিজ্য একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোন ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওইয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/ বিক্রয় হয়ে থাকে। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে। এছাড়াও মোবাইল কমার্স, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও অন্যান্য আরো কিছু মাধ্যম ব্যবহৃত হয়।
- 1062 views
- 3 answers
- 1 votes
-
গুগল এডসেন্স এর নিয়ম অনুযায়ী, এক ব্যক্তির একটার বেশি গুগল এডসেন্স একাউন্ট থাকা উচিত নয়।
এক পিসি দিয়ে লগইন করা তো দূরের কথা।
মনে রাখবেন, google adsense কর্তৃপক্ষ যদি বুঝতে পারে যে, আপনার একের অধিক অ্যাকাউন্ট আছে, তাহলে দুইটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে কিন্তু সুতরাং যা করবেন অনেক ভেবে চিন্তে করবেন।
ধন্যবাদ।
- 655 views
- 2 answers
- 0 votes