শাওন's Profile
Default
42
Points

Questions
17

Answers
6

  • বাংলা মতে সূর্যোদয় থেকে দিন তারিখ শুরু হয়।
    ইংরেজী বারো মাসের নাম ও দিনের সংখ্যা

    মাস দিনের সংখ্যা মাস দিনের সংখ্যা
    জানুয়ারি ৩১ জুলাই ৩১
    ফেব্রুয়ারি ২৮ আগস্ট ৩১
    মার্চ ৩১ সেপ্টেম্বর ৩০
    এপ্রিল ৩০ অক্টোবর ৩১
    মে ৩১ নভেম্বর ৩০
    জুন ৩০ ডিসেম্বর ৩১

    * আন্তর্জাতিক বা ইংরেজি মতে রাত ১২ টার পর থেকে দিন ও তারিখ শুরু হয়।

    ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।

    This answer accepted by Azad Rahaman. on February 18, 2020 Earned 5 points.

    • 1307 views
    • 1 answers
    • 1 votes
  • বাংলা মতে, এক সূর্যোদয় থেকে সূর্যাস্ত সময়কে দিন বলা হয়। এবং সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কে রাত্রি বলে।

    বাংলা বারো মাসের নাম ও দিনের সংখ্যা :

    মাস দিনের সংখ্যা মাস দিনের সংখ্যা
    বৈশাখ ৩১ কার্তিক ৩০
    জ্যৈষ্ঠ ৩১ অগ্রহায়ণ ৩০
    আষাঢ় ৩১ পৌষ ৩০
    শ্রাবণ ৩১ মাঘ ৩০
    ভাদ্র ৩১ ফাল্গুন ৩০
    আশ্বিন ৩০ চৈত্র ৩০

     

    ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।

    This answer accepted by Azad Rahaman. on February 18, 2020 Earned 5 points.

    • 1369 views
    • 1 answers
    • 1 votes
  • ১ দিন = কত সেকেন্ডে?

    আমরা জানি যে, ২৪ ঘণ্টা = ১দিন,

    এখন এই ২৪ ঘণ্টা থেকে মিনিট ও সেকেন্ড বের করতে হবে।

    আমরা জানি যে,  ৬০ মিনিট  = ১ ঘণ্টা  এবং ৬০ সেকেন্ড = ১ মিনিট

    এখন ২৪ ঘণ্টা

    ২৪×৬০
    ——–
    ১৪৪০০ মিনিট (১ঘণ্টা=৬০ মিনিট)
    ×৬০ (১ মিনিট=৬০ সেকেন্ড)
    ——–
    ৮৬৪০০ সেকেন্ড (উত্তর)

    • 6712 views
    • 2 answers
    • 0 votes
  • ধন্যবাদ প্রশ্নের জন্য।

    আপনার প্রস্নঃ ৩ বছর ২ মাস ১২ দিনক = কত ঘণ্টা? বা ৩ বছর ২ মাস ১২ দিনকে ঘণ্টায় পরিণত কর।

    সমাধান :

    আমরা জানি যে – ১ বছর=৩৬৫ দিন বা ৩৬৫ দিন = ১ বছর 

    প্রথমে, ৩ বছর = কত দিন সেটা জানতে হবে। তার মানে, ৩বছর কে × ৩৬৫ দিয়ে গুণ করলে কত দিন সেটা জানতে পারব।

    ৩ বছর =৩×৩৬৫দিন=১০৯৫ (১ বছর=৩৬৫ দিন)

    আমরা জানি যে – ১ মাস =৩০দিন বা ৩০ দিন = ১ মাস। 

    ২ মাস = কত দিন সেটা জানতে হবে। তার মানে, ২ মাস কে × ৩০ দিয়ে গুণ করলে কত দিন সেটা জানতে পারব।

    ২ মাস = ২×৩০দিন=৬০ দিন (১মাস=৩০দিন)

    এখন এই ৩বছর ২ মাস ও ১২ এর দিন গুলো একসাথে যোগ করলে কত দিন সেটা জাবতে পারব।

    আমরা এভাবে লিখতে পারি,

    ৩ বছর =৩×৩৬৫দিন=১০৯৫ (১ বছর=৩৬৫ দিন)
    ২ মাস = ২×৩০দিন=৬০ দিন (১মাস=৩০দিন)
    ১২ দিন= ১২ দিন =১২ দিন

    —————————————————————-
    যোগফল= ১১৬৭ দিন

    আবার,

    ৩ বছর = ১০৯৫ দিন  (১ বছর=৩৬৫ দিন)
    ২ মাস   = ৩০ দিন (১মাস=৩০দিন)
    ১২ দিন = ১২ দিন
    ———————————————————
    যোগফল= ১১৬৭ দিন

    ৩ বছর ২ মাস ১২ দিন = ১১৬৭দিন

    প্রশ্নে বলা হয়েছে ঘণ্টা বের করতে হবে।

    আমরা জানি যে, ২৪ ঘণ্টা = ১দিন

    তাহলে ১১৬৭ দিন কে যদি ২৪ দিয়ে গুণ করা যায় তাহলে সর্বমোট ঘণ্টা বের হবে।

    ১১৬৭×২৪  (১দিন=২৪ঘণ্টা)
    ————
    ৪৬৬৮
    ২৩৩৪×
    ————
    ২৮০০৮ ঘণ্টা (উত্তর)

    তারমানে, ৩ বছর ২ মাস ১২ দিনক = ২৮০০৮  ঘণ্টা (উত্তর)

    লক্ষ করি: আমরা সবাই জানি যে, কোন মাস ২৮ দিনে হয়। আবার কোন কোন মাস দিনে হয় ৩১ দিনে হয়। আবার কোন কোন মাস ৩০ দিনে হয়।
    কিন্তু প্রশ্নে যদি মাসের নাম উল্লেখ না থাকলে যেকোনো মাস ৩০ দিনে ধরা হয়।

    [শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য এত বিস্তারিত লেখা হয়েছে। কিন্তু তোমরা যখন খাতায় করবে তখন এত কিছু লেখার দরকার নাই]

    শুধুমাত্র এতটুকু লিখলেই হবে –

    ৩ বছর ২ মাস ১২ দিনকে ঘণ্টায় পরিণত কর।

    সমাধান : ৩ বছর =৩×৩৬৫দিন=১০৯৫ (১ বছর=৩৬৫ দিন)
    ২ মাস = ২×৩০দিন=৬০ দিন (১মাস=৩০দিন)
    ১২ দিন= ১২ দিন =১২ দিন
    ———————-
    যোগফল= ১১৬৭ দিন
    ×২৪ (১দিন=২৪ঘণ্টা)
    ————
    ৪৬৬৮
    ২৩৩৪০
    ————
    ২৮০০৮ ঘণ্টা (উত্তর)

     

    • 850 views
    • 2 answers
    • 0 votes
  • ৮৭৪৫০ মিনিটকে বছর, মাস, দিন ও ঘণ্টায় পরিণত কর।

    সমাধান :

    প্রশ্নে বলা হয়েছে, ৮৭৪৫০ মিনিটকে বছর, মাস, দিন ও ঘণ্টায় পরিণত কর।

    তাহলে প্রথমে, ৮৭৪৫০ = কত ঘণ্টা  সেটা দেখা যাক।

    আমরা সবাই জানি যে , ৬০ মিনিট = ১ ঘণ্টা। 

    তাহলে, ৮৭৪৫০ মিনিটকে ৬০ দিয়ে ভাগ করলে কত ঘণ্টা সেটা বের হবে। আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা মিনিট হবে। 

    ৬০)৮৭৪৫০(১৪৫৭ ঘণ্টা
    ৬০
    —–
    ২৭৪
    ২৪০
    —-
    ৩৪৫
    ৩০০

    ৪৫০
    ৪২০
    ——
    ৩০ মিনিট

    তাহলে, ৮৭৪৫০ মিনিটকে ৬০ দিয়ে ভাগ করে ১৪৫৭ ঘণ্টা পেলাম। আর অবশিষ্ট থাকল ৩০ মিনিট।
    তাহলে, আমরা দেখলাম , ৮৭৪৫০ মিনিট = ১৪৫৭ ঘণ্টা ,৩০ মিনিট। 

    আমরা কত ঘণ্টা সেটা জানতে পেলাম। এখন  কত দিন সেটা বের করব। 

    আমরা সবাই জানি যে, ২৪ ঘণ্টা = ১দিন

    তাহলে, ১৪৫৭ ঘণ্টাকে ২৪ দিয়ে ভাগ করলে কত দিন সেটা বের হবে। আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা ঘণ্টা হবে। 

    ২৪)১৪৫৭ ঘণ্টা(৬০ দিন
    ১৪৪
    —-
    ১৭
    ০০

    ১৭ ঘণ্টা

    তাহলে, ১৪৫৭ ঘণ্টাকে ২৪ দিয়ে ভাগ করে ৬০ দিন পেলাম। আর অবশিষ্ট থাকল ১৭ ঘণ্টা।
    তাহলে, আমরা দেখলাম , ১৪৫৭ ঘণ্টা = ৬০ দিন, ১৭ ঘণ্টা। 

    আমরা কত দিন সেটা জানতে পেলাম। এখন কত মাস সেটা বের করব।

    আমরা সবাই জানি যে, ৩০ দিন = ১মাস

    তাহলে, ৬০দিনকে ৩০ দিয়ে ভাগ করলে কত মাস সেটা বের হবে। আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা দিন হবে। 

    ৩০)৬০(২ মাস
    ৬০

    তাহলে, ৬০ দিনকে ৩০ দিয়ে ভাগ করে ২ মাস পেলাম। আর এখানে কোন অবশিষ্ট থাকল  ঘণ্টা থাকল না।
    তাহলে, আমরা দেখলাম , ৬০ দিন = ২মাস। 

    আমরা কত মাস সেটা জানতে পেলাম।

    তাহলে আমাদের উত্তর – 

    ৮৭৪৫০ মিনিট = ২ মাস ১৭ ঘণ্টা ৩০ মিনিট

    • 798 views
    • 1 answers
    • 0 votes
  • ৮৪৬৪৮ সেকেন্ডে কত ঘণ্টা, মিনিট ও সেকেন্ড?

    সমাধান:

    এই অঙ্কে ২টা উত্তর বের করতে হবে,
    ১। ঘণ্টা
    ২। মিনিট।

    তাহলে প্রথমে, ৮৪৬৪৮ = কত মিনিট সেটা দেখা যাক।

    আমরা সবাই জানি যে , ৬০ সেকেন্ডে = ১ মিনিট। 

    তাহলে, ৮৪৬৪৮ সেকেন্ডে কে ৬০ দিয়ে ভাগ করলে কত ঘণ্টা সেটা বের হবে। আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা  সেকেন্ডে থাকবে।

    ৬০)৮৪৬৪৮(১৪১০ মিনিট
    ৬০

    ২৪৬
    ২৪০

    ৬৪
    ৬০

    ৪৮
    ০০

    ৪৮ সেকেন্ড

    তাহলে, ৮৪৬৪৮ সেকেন্ডে কে ৬০ দিয়ে ভাগ করে ১৪১০ মিনিট পেলাম। আর অবশিষ্ট থাকল ৪৮ সেকেন্ড।
    তাহলে, আমরা দেখলাম , ৮৪৬৪৮ সেকেন্ডে = ১৪১০ মিনিট ৪৮ সেকেন্ড।

    আমরা কত মিনিট সেটা জানতে পেলাম। এখন কত ঘণ্টা সেটা বের করব।

    আমরা সবাই জানি যে, ৬০ মিনিট = ১ ঘণ্টা।

    তাহলে, ১৪১০ মিনিট কে ৬০ দিয়ে ভাগ করলে কত ঘণ্টা সেটা বের হবে। আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা মিনিট থাকবে।

    ৬০)১৪১০ মিনিট(২৩ঘণ্টা
    ১২০
    —-
    ২১০
    ১৮০

    ৩০ মিনিট

    তাহলে, ১৪১০ মিনিটকে ৬০ দিয়ে ভাগ করে ২৩ ঘণ্টা পেলাম। আর অবশিষ্ট থাকল ৩০ মিনিট।
    তাহলে, আমরা দেখলাম , ১৪১০ মিনিট = ২৩ ঘণ্টা , ৩০ মিনিট।

    আমরা কত ঘণ্টা সেটা জানতে পেলাম। 

    [এই অঙ্কে ২টা উত্তর বের করলাম,
    ১। ঘণ্টা। ৮৪৬৪৮ সেকেন্ড = ২৩ ঘণ্টা , ৩০ মিনিট।
    ২। মিনিট। ৮৪৬৪৮ সেকেন্ড = ১৪১০ মিনিট ৪৮ সেকেন্ড।]

     

    এক কথায়, ৮৪৬৪৮ সেকেন্ড = ২৩ ঘণ্টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড। (উত্তর)

    • 1242 views
    • 1 answers
    • 0 votes