তামান্না's Profile
Default
48
Points

Questions
17

Answers
15

  • সমস্যা হল – সরল কর : (৩৬ ÷ ৩× {৪(৫+৪- ৮+১)}

    সমাধান :

    (৩৬÷ ৩)× {৪(৫+৪- ৮+১)}
    = ১২ × {৪(৫+৪+১- ৮)}
    = ১২ × {৪২}
    = ১২ ×
    = ৯৬ (উত্তর)

    • 1308 views
    • 1 answers
    • 0 votes
  • প্রশ্নটি হল,

    সরল কর : ৭৮ − [৫৬ + {১৬৫ − (৪৮÷ ৬ × ৯) × ২}]

    সমাধান :

    ৭৮ − [৫৬ + {১৬৫ − (৪৮÷ ৬ × ৯) × ২}]
    = ৭৮ − [৫৬ + {১৬৫ − (৮× ৯) × ২}]
    = ৭৮ − [৫৬ + {১৬৫ − ৭২ × ২}]
    = ৭৮ − [৫৬ + {১৬৫ − ১৪৪}]
    = ৭৮ − [৫৬ + ২১]
    = ৭৮ − ৭৭
    = ১

    • 651 views
    • 1 answers
    • 0 votes
  • ব্যক্তির জন্ম স্থান বা স্থায়ী ঠিকানা বা বর্তমানে বসবাস করছেন এমন যে কোন স্থানের নিবন্ধকের কাছে জন্ম নিবন্ধন করানো যাবে এবং কোন ব্যক্তি যে এলাকায় মৃত্যু বরণ করবেন সে এলাকার নিবন্ধকের কাছে মৃত্যু নিবন্ধন করাতে হবে।জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য নিম্নবর্ণিত ব্যক্তিগণ নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করেন:

    *  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা সদস্য;
    *  পৌরসভার মেয়র বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন কর্মকর্তা বা কাউন্সিলর;
    *  সিটি কর্পোরেশনের মেয়র বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা কাউন্সিলর;
    *  ক্যান্টনমেন্ট বোর্ডের প্রেসিডেন্ট বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা; ও
    *  বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা।

    উল্লেখ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় জোনাল এক্সিকিউটিভ অফিসারগণ চট্টগ্রমা, খুলনা ও রাজশাহী সিটি কর্পোরেশনসমূহে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরগণ, বরিশাল, সিলেট ও রংপুর সিটি কর্পোরেশনে প্রধান কার্যালয়ে এবং নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পারেশনে পুরাতন পৌরসভা কার্যালয়ের কর্মকর্তাগণ জন্ম নিবন্ধকের দায়িত্ব পালন করছেন।

    এছাড়া ঢাকা দক্ষিণঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর এলাকা ভিত্তিক ওয়ার্ড ও অঞ্চলের তথ্য দেখতে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর নামের উপর ক্লিক করুন।

     

    তথ্য সূত্রঃ http://br.lgd.gov.bd/jonmrip.html

    • 1208 views
    • 1 answers
    • 0 votes
  • জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা।

    • 932 views
    • 1 answers
    • 0 votes
  • মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন, পারিবারিক পেনশন প্রাপ্তি প্রভৃতি কাজের জন্য মৃত্যু নিবন্ধন প্রয়োজন। তদুপরি মৃত্যু নিবন্ধিত না হলে দেশের প্রকৃত জনসংখ্যা নির্ণয় সম্ভব হবে না। মৃত্যু নিবন্ধন করতে হলে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন থাকতে হবে। জন্ম নিবন্ধন করা না থাকলে জন্ম নিবন্ধন সম্পাদনের পর মৃত্যু নিবন্ধন করতে হবে।

    • 651 views
    • 1 answers
    • 0 votes