অভিলাষ – মো: মহি উদ্দীন
অভিলাষ – মো: মহি উদ্দীন
প্রচণ্ডভাবে ভালবাসত সে আমাকে
নাবুঝে, ভালবাসার কোন মূল্যই দিতে পারিনি আমি তাকে।
বুঝেছি যখন,
ভালবেসেছি আমার সমস্ত অন্তর দিয়ে।
তখন সে চলেগেছে অনেক দূরে,
আমার দৃষ্টির সীমানা থেকে।
এখন আমি বুঝতে পারি,
আমি তাকে ভালবাসি,
সত্যিই বড় বেশী ভালবাসি।
তবুও, বোঝাতে পারিনি তোমাকে,
আমার ভালবাসার গভীরতা,
শোনাতে পারিনি তোমায়
আমার হৃদয়ের আকুলতা।
মম হৃদয় কল্লোলের মর্মর শদ্ধ।
আমার অস্তিত এখন স্তব্দ
তাই, তীর ভাঙা নদীর মত ভেঙে গেছে আমার মন।
এ কথা কি জানে সর্বজন?
তবুও দিন কেটে যায় তোমার আশায়…
মো: মহি উদ্দীন
০৮/১১/২০০৮