আমার banglalink সিমে আগের তুলনায় অনেক বেশি টাকা কাটছে কারন কি?

আমার banglalink সিমে আগের তুলনায় অনেক বেশি টাকা কাটছে কারন কি?

Add Comment
3 Answer(s)

আমার মনে হয় আপনি আগে কোন special offer নিয়ে ছিলেন। সে কারণে কম টাকা কাটত।

কিন্তু সেই অফারটা শেষ হওয়ার কারণে আপনি যে প্যাকেজ ব্যবহার করছেন, সেই প্যাকেজে regular চার্জ কাটছে। regular চার্জ বেশি  special offer এর চেয়ে। সে কারণে আপনার টাকা বেশি কাটছে। তাই আপনি বাংলালিংকের যেকোনো অফার ব্যবহার করেন টাকা কম কাটবে।

ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য

Brong Answered on July 22, 2018.
Add Comment

আমার বাংলালিংক সিমটি অনেকদিন ধরে ব্যবহার করছি, সে কারণে সবার কাছে পরিচিত হয়ে গেছে। এজন্য ফেলে দিতে পারছে না।

তাই  কল করার জন্য অন্য সিম ব্যবহার করছি এবং এই সিমটি খুলে রেখেছি শুধুমাত্র ইনকামিং কলের জন্য।

না হলে অনেক আগেই ফেলে দিতাম। এত পরিমান টাকা বেশি কাটছে চিন্তা করা যায়।

Brong Answered on July 22, 2018.
Add Comment

আমি banglalink সিম ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। এখন টেলিটক এর আগামী সিম ব্যবহার করছি।

আপনারা সবাই টেলিটকের আগামী অথবা বর্ণমালা সিম ব্যবহার করতে পারেন। কোন অফার নেয়া লাগেনা।

যেকোনো মোবাইলে 60 পয়সা আর টেলিটক থেকে টেলিটক এ 30 পয়সা মিনিট 24 ঘন্টা।

ধন্যবাদ।

Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.