একই নামের বাংলা সাহিত্যকর্ম সমূহ ও তাদের লেখকের নাম একসাথে চাই। কেউ সাহায্য করবেন প্লিজ?

একই নামের বাংলা সাহিত্যকর্ম সমূহ ও তাদের লেখকের নাম একসাথে চাই। কেউ সাহায্য করবেন প্লিজ?

Add Comment
1 Answer(s)

আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ গুলো আমরা প্রায়ই গুলিয়ে ফেলি। তাই প্রায় একই রকম সাহিত্যকর্ম যতগুলো আছে তাদের নাম এবং লেখকের নাম লিস্ট আকারে দেয়া হল।

প্রায় একই নামের বাংলা সাহিত্যকর্ম সমূহ একসাথে দেয়া হলো লিস্ট করে, যেগুলো পরীক্ষার হলে চিন্তা করে সময় নষ্ট হয়। মুখস্ত রাখুন আশা করি উপকারে আসবে।

 

✎ জননী(উপন্যাস): মানিক বন্দ্যোপাধ্যায়।
✎ জননী(উপন্যাস): শওকত ওসমান।
…………………………………………………
◣ অভিযাত্রিক(কাব্য): সুফিয়া কামাল
◣ অভিযাত্রিক(উপন্যাস): বিভূতিভূষণ।
…………………………………………………
➳ সাম্যবাদী(কবিতা): নজরুল
➳ সাম্যবাদী (পত্রিকা) :খান মোঃ মঈনুদ্দিন
➳ সাম্য (প্রবন্ধ)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
…………………………………………………
✎ নীলদর্পণ (নাটক)- দীনবন্ধু মিত্র
✎ নীললোহিত (গল্প)- প্রমথ চৌধুরী
…………………………………………………
◣ রক্তরাগ (কাব্য)- গোলাম মোস্তফা
◣ রক্তকরবী (নাটক)- রবীন্দ্রনাথ ঠাকুর
◣ রক্তাক্ত প্রান্তর (নাটক)- মুনীর চৌধুরী
◣ রিক্তের বেদন (গল্প)- কাজী নজরুল ইসলাম
…………………………………………………
■ শেষ লেখা (কাব্য) – রবীন্দ্রনাথ ঠাকুর
■ শেষ প্রশ্ন (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
■ শেষের পরিচয় (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
■ শেষ বিকেলের মেয়ে (উপন্যাস)- জহির রায়হান
■ শেষ পাণ্ডুলিপি (উপন্যাস) – বুদ্ধদেব বসু
■ শেষের কবিতা (উপন্যাস) – রবীন্দ্রনাথ ঠাকুর
■ শেষ সপ্তক – রবীন্দ্রনাথ ঠাকুর
…………………………………………………
□ পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস)- আবু জাফর শামসুদ্দীন
□ পদ্মা নদীর মাঝি (উপন্যাস)- মানিক বন্দ্যোপাধ্যায়
□ পদ্মাবতী (কাব্য)- আলাওল
□ পদ্মাবতী (নাটক)- মাইকেল মধুসূদন দত্ত
□ পদ্মাবতী (সমালোচনামূলক গ্রন্থ)- সৈয়দ আলী আহসান
□ পদ্মগোখরা (গল্প)- কাজী নজরুল ইসলাম
□ পদ্মরাগ (উপন্যাস)- বেগম রোকেয়া
…………………………………………………
✎ গল্পগুচ্ছ, গল্পসল্প (গল্প)- রবীন্দ্রনাথ ঠাকুর
✎ গল্পবীথি, গল্পাঞ্জলি (গল্প)-প্রভাতকুমার মুখোপাধ্যায়
…………………………………………………
◣ একাত্তরের ডায়রি -বেগম সুফিয়া কামাল
◣ একাত্তরের দিনগুলি -জাহানারা ইমাম
◣ একাত্তরের বর্ণমালা -এম আর আখতার মুকুল
◣ একাত্তরের যীশু -শাহরিয়ার কবির
…………………………………………………
■ গীতাঞ্জলি (কাব্য)- রবীন্দ্রনাথ ঠাকুর
■ গীতবিতান (সঙ্গীত গ্রন্থ)- রবীন্দ্রনাথ ঠাকুর
■ গীতালি ( সঙ্গীত গ্রন্থ)- রবীন্দ্রনাথ ঠাকুর
■ গীতিগুচ্ছ (কাব্য)- সুকান্ত ভট্টাচার্য
…………………………………………………
◣ সঞ্চয়িতা (কাব্য সংকলন) – রবীন্দ্রনাথ ঠাকুর
◣ সঞ্চিতা (কাব্য) সংকলন – কাজী নজরুল ইসলাম
◣ সঞ্চয়ন (কাব্য) – কাজী নজরুল ইসলাম
◣ সঞ্চায়ন (গবেষণামূলক গ্রন্থ) – কাজী মোতাহের হোসেন
…………………………………………………
✎ কবর (কবিতা) – জসীমউদদীন
✎ কবর (নাটক)- মুনীর চৌধুরী
…………………………………………………
➳ পথের দাবী (উপন্যাস) -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
➳ পথের পাঁচালি-(উপন্যাস) বিভূতিভূষণ বন্দ্যেপাধ্যায়
…………………………………………………
◣ কৃষ্ণকুমারী (নাটক)- মাইকেল মধুসূদন দত্ত
◣ কৃষ্ণচরিত (প্রবন্ধ)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
◣ কৃষ্ণকান্তের উইল (উপন্যাস)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
◣ কৃষ্ণমঙ্গল (কাব্য)- শঙ্কর চক্রবর্তী
…………………………………………………
➳ জঙ্গনামা (কাব্য)- দৌলত উজির বাহরাম খান
➳ জঙ্গনামা (কাব্য)- মুহম্মদ গরীবুল্লাহ
…………………………………………………
◣ খোয়াবনামা (উপন্যাস)- আখতারুজ্জামান ইলিয়াস
◣ সিকান্দারনামা (কাব্য)- আলাওল
◣ নূরনামা/নসিহৎনামা(কাব্য)- শাহপরান/ আব্দুল হাকিম
◣ আকবরনামা – আবুল ফজল
…………………………………………………
✎ অভিযাত্রিক (কাব্য)- বেগম সুফিয়া কামাল
✎ অভিযাত্রিক (উপন্যাস)- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
…………………………………………………
■ অন্নদামঙ্গল(কাব্য)- ভারতচন্দ্র রায় গুণাকর
■ সারদামঙ্গল(কাব্য)- বিহারীলাল চক্রবর্তী
■ মনসামঙ্গল(কাব্য)- কানাহারি দত্ত
■ কালিকামঙ্গল(কাব্য)- রাম প্রসাদ সেন
…………………………………………………
◣ দেয়াল(উপন্যাস)- হুমায়ূন আহমেদ
◣ দেয়াল (উপন্যাস)- আবুজাফর শামসুদ্দীন
…………………………………………………

✎ মানচিত্র(কবিতা): আলাউদ্দিন আল আজাদ।
✎ মানচিত্র(নাটক): আনিস চৌধুরী।
……………………………………………………
◣ দেনাপাওনা( ছোটগল্প) : রবীন্দ্রনাধ ঠাকুর।
◣ দেনাপাওনা(উপন্যাস): শরৎচন্দ্র
…………………………………………………
➳ মৃত্যুক্ষুধা(উপন্যাস): নজরুল
➳ জীবনক্ষুধা (উপন্যাস): অlআবুল মনসুর আহমেদ
…………………………………………………

আমার জানা এগুলো আছে আর আপনাদের যদি আরও জানা থাকে তাহলে নিচে লিখুন আশা করি সবারই উপকারে আসবে।

 

Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.