ঐকিক নিয়ম কাকে বলে?
আমাদের দৈনন্দিন জীবনে কেনাকাটার জন্য হিসাব করতে হয়। যেমন, ১০ টি পেনসিলের দাম ৬০ টাকা হলে, ৪টি পেনসিলের দাম কত বের করি। এ জন্য ১০ পেনসিলের দামকে ১০ দিয়ে ভাগ করে প্রথমে ১টি পেনসিলের দাম নির্ণয় করি। পরে ১টি পেনসিলের দামকে ৪ দিয়ে গুণ করে ৪টি পেনসিলের দাম নির্ণয় করি।
এভাবে প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলা হয়। ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে সে রাশিটি অবশ্যই অঙ্ক সাজানোর সময় প্রথম লাইনের শেষের দিকে রাখতে হবে।