কম্পিউটার এ গুণ ও ভাগ এর চিহ্ন কীভাবে লিখতে হয়?
আমি কম্পিউটার এ গুণ ও ভাগ এর চিহ্ন লিখতে পারছি না। তাই সাহায্য চাই।
- কম্পিউটার এ গুণ ও ভাগ এর চিহ্ন কীভাবে লিখতে হয়?
- কিবোর্ডের সাহায্যে কিভাবে গুন এবং ভাগ এই চিহ্ন বা প্রতীক দুটি দেয়া যায়?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের প্রয়োজনে আমরা ×গুন এবং ÷ভাগ এই চিহ্ন বা প্রতীক দুটি কিবোর্ড দিয়ে দিতে পারি না। কারন উক্ত চিহ্ন বা প্রতীক দুটি কিবোর্ড এ নেই। কিবোর্ড ছাড়া এই চিহ্ন বা প্রতীক দিতে হলে মেনু বারের Insert+Symbol এ গিয়ে খুজতে হয়। যা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। আবার অনেক সময় খুজেও পাওয়া যায় না। তখন আমাদের অনেক সমস্যায় পড়তে হয়।
কিবোর্ডের সাহায্যে যেভাবে গুন এবং ভাগ এই চিহ্ন বা প্রতীক দুটি দেয়া যায় তা হলঃ
- (× গুন) এর জন্য= কি বোর্ড এর Alt+0215 চাপুন।
- (÷ ভাগ) এর জন্য = কি বোর্ড এর Alt+0247 চাপুন।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
কম্পিউটারে গুণ চিহ্ন (×) লেখার জন্য আপনার কিবোর্ড থেকে প্রেস করুন এভাবে – Alt+0215 চাপুন।
কম্পিউটারে ভাগ চিহ্ন (÷) লেখার জন্য আপনার কিবোর্ড থেকে প্রেস করুন এভাবে – Alt+0247 চাপুন।