“কার” কাকে বলে? কয়টি ও কি কি?
“কার” কাকে বলে? কত প্রকার ও কি কি?
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়।
বাংলা ভাষায় স্বরবর্ণ মোট ১১ টি হলেও “কার” মোট ১০টি। কারণ “অ” বর্ণের কোন সংক্ষিপ্ত রূপ নেই।
উদাহরণঃ
আ বর্ণের সংক্ষিপ্ত রূপ = া
ই বর্ণের সংক্ষিপ্ত রূপ =ি
ঈ বর্ণের সংক্ষিপ্ত রূপ =ী
উ বর্ণের সংক্ষিপ্ত রূপ = ু
ঊ বর্ণের সংক্ষিপ্ত রূপ = ূ
ঋ বর্ণের সংক্ষিপ্ত রূপ = ৃ
এ বর্ণের সংক্ষিপ্ত রূপ = ে
ঐ বর্ণের সংক্ষিপ্ত রূপ = ৈ
ও বর্ণের সংক্ষিপ্ত রূপ = ো
ঔ বর্ণের সংক্ষিপ্ত রূপ = ৌ
বিসিএস এ সাধারণত এধরনের প্রশ্নগুলো করা হয়।
* স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
উত্তরঃ কার
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিষয়টি পরিষ্কার না হলে আবারও প্রশ্ন করুন।