কিভাবে পুরাতন ডোমেইন চেক করব? বিস্তারিত জানতে চাই।
ডোমেইন এর নাম এবং টপ লেভেল ডোমেইন সম্পর্কে বিস্তারিত ধারনা পেলাম itinfoworld.com থেকে। এখন আমি ১টি পুরাতন ডোমেইন কিনতে চাই। কেনার আগে ডোমেইন টি ভাল ভাবে চেক করে নিতে চাই। যেমনঃ
- গুগল বা গুগল অ্যাডসেন্স এই ডোমেইন টি ব্যান্ড করেছে কি না?
- ডোমেইন টির পেজ বা আলেক্সা রেঙ্ক কত?
- পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি কত?
ইত্যাদি কিভাবে পুরাতন ডোমেইন চেক করব? অভিজ্ঞ ভাই দের কাছে সাহায্য চাই।
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি অনেক গুলো প্রশ্ন করেছেন ১ বারে। ওকে, প্রতিটি প্রশ্নের উত্তর স্টেপ বাই স্টেপ দেয়ার চেষ্টা করছি। আর কোন প্রশ্ন থাকলে নিচে করবেন। আপনি পুরাতন ডোমেইন কিনতে চান। কেনার আগে ডোমেইন টি ভাল ভাবে চেক করে নিতে চান। খুবই ভাল। এটা খুবই জুরুরি। আপনার প্রথম প্রশ্ন –
প্রশ্ন ১ঃ গুগল বা গুগল অ্যাডসেন্স এই ডোমেইন টি ব্যান্ড করেছে কি না?
উত্তরঃ আপনার পুরনো ডোমেইন টি গুগল অ্যাডসেন্স থেকে ব্যান্ড হয়েছে কি না তা জানার জন্য এখানে ক্লিক করুন। এই ওয়েবসাইট এ গিয়ে আপনার পছেন্দের ডোমেইন এর নাম লিখে সার্চ করুন। কিছুক্ষন এর মদ্ধে উত্তর পেয়ে যাবেন। গুগল অ্যাডসেন্স ব্যান্ড হয়েছে কি না টা চেক করুন এখান থেকে – www.checkadsban.com
প্রশ্ন ২ঃ ডোমেইন টির পেজ বা আলেক্সা রেঙ্ক কত?
উত্তরঃ ডোমেইন এর আলেক্সা রেঙ্ক দেখার জন্য যাবেন https://www.alexa.com এ। অথবা আপনার গুগল ক্রম ব্রাউজার এর extensions WebRank SEO টি ইন্সটল দিন। তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন।
প্রশ্ন ৩ঃ পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি কত?
উত্তরঃ ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি ছাড়া আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
প্রশ্ন ৪ঃ পুরাতন ডোমেইন এর History দেখব কিভাবে?
উত্তরঃ https://archive.org/index.php তে জাবেন এবং আপনার ডোমেইন এর নাম লিখে সার্চ করবেন। বিস্তারিতও দেখতে পাবেন।
আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন।