গাড়িতে চড়লে বমি হলে করনীয় কি?

গাড়িতে চড়লেই আমার বমি হয়। এর প্রতিকার কি?

 

Add Comment
1 Answer(s)
Best answer

গাড়িতে চড়লে বমি হয়।অনেকের ই এই ধরনের সমস্যা হয়। গাড়িতে চড়লে বমি হয়৷ উঠলেই গা বমি বমি করে৷ মাথা ঘোরে৷

অনেকে বমির ওষুধ খেয়ে কমানোর চেষ্টা করেন।

গাড়িতে চড়লে বমি হলে যেটা করবেন তা হলঃ

১। রাতের ঘুম কিন্তু মাস্ট৷ অর্থাৎ পরিমিত ঘুমাতে হবে।  কোনওভাবেই ঘুমের সময় কেটে অন্য কাজ করবেন না৷

২। গাড়িতে খালি পেটে উঠবেন না৷ হালকা কিছু খেতে পারেন৷ সঙ্গে পরিমিত পানি ও খেতে হবে৷

৩। শ্বাস-প্রশ্বাসে কোনও সমস্যা আছে কিনা দেখুন৷ প্রণায়ামের অভ্যাস থাকলে ভালো৷

৪। বেশি সময় ধরে জার্নি করলে, কিছু সময় দাঁড়িয়ে যান। গাড়ির মধ্যে হাঁটা চলাফেরা করতে পারেন।

৫। চুইংগাম, চকলেট অথবা বিট নুন সহযোগে আদা মুখে রাখতে পারেন৷ বমি বমি ভাবটা কেটে যাবে এতে৷ অথবা রাখুন বিটনুন এর পাতিলেবু৷

 

এগুলো মেনে চললে আশা করি বাসে চড়লে আর কখনো বমি হবে না।

ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।

Brong Answered on October 20, 2018.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.