গাড়িতে চড়লে বমি হলে করনীয় কি?
গাড়িতে চড়লেই আমার বমি হয়। এর প্রতিকার কি?
গাড়িতে চড়লে বমি হয়।অনেকের ই এই ধরনের সমস্যা হয়। গাড়িতে চড়লে বমি হয়৷ উঠলেই গা বমি বমি করে৷ মাথা ঘোরে৷
অনেকে বমির ওষুধ খেয়ে কমানোর চেষ্টা করেন।
গাড়িতে চড়লে বমি হলে যেটা করবেন তা হলঃ
১। রাতের ঘুম কিন্তু মাস্ট৷ অর্থাৎ পরিমিত ঘুমাতে হবে। কোনওভাবেই ঘুমের সময় কেটে অন্য কাজ করবেন না৷
২। গাড়িতে খালি পেটে উঠবেন না৷ হালকা কিছু খেতে পারেন৷ সঙ্গে পরিমিত পানি ও খেতে হবে৷
৩। শ্বাস-প্রশ্বাসে কোনও সমস্যা আছে কিনা দেখুন৷ প্রণায়ামের অভ্যাস থাকলে ভালো৷
৪। বেশি সময় ধরে জার্নি করলে, কিছু সময় দাঁড়িয়ে যান। গাড়ির মধ্যে হাঁটা চলাফেরা করতে পারেন।
৫। চুইংগাম, চকলেট অথবা বিট নুন সহযোগে আদা মুখে রাখতে পারেন৷ বমি বমি ভাবটা কেটে যাবে এতে৷ অথবা রাখুন বিটনুন এর পাতিলেবু৷
এগুলো মেনে চললে আশা করি বাসে চড়লে আর কখনো বমি হবে না।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।