গুণ অংক করার সংক্ষিপ্ত ও সহজ পদ্ধতি

গুণ অংক করার সংক্ষিপ্ত ও সহজ পদ্ধতি

গুণকে একক ও দশকে শূন্য থাকলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করা যাবে।

গুণফল নির্ণয়
গুণফল = গুণ্য ও গুণক কে গুণ করলে যে উত্তর পাই, তাকে গুণফল বলে।

সুত্রে প্রকাশ করলে,

গুণ্য × গুণক = গুণফল

উদাঃ ৩×৫=১৫

এখানে,  গুণ্য ৩ × গুণক ৫ = গুণফল ১৫

এই সুত্রের সাহায্যে আমরা গুণফল নির্ণয় করি।

 

ফাঁকা ঘর পূরণ
ফাঁকা ঘর পূরণ করতে হলে গুণক গুণ্য ও গুণফল কোনটি টা জানতে হবে।যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে গুণ করি, তা গুণক।যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা আমরা গুণ করি, তা গুণ্য এবং গুণ্য ও গুণক কে গুণ করলে যে উত্তর পাই, তা গুণফল ।

গুণ্য × গুণক = গুণফল

দুটি সংখ্যার গুণফল নির্ণয়।

দুটি সংখ্যার গুণফল নির্ণয় করতে হলে একটি সুত্র মনে রাখতে হবে।সূত্রটি হলঃ গুণ্য ×গুণক = গুণফল 

উদাঃ ৩×৫=১৫

এখানে,  গুণ্য ৩ × গুণক ৫ = গুণফল ১৫

 

সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণফল নির্ণয়।

 

গুণের সাহায্যে সমস্যার সমাধান।
গুণের সাহায্যে সমস্যার সমাধান করতে হলে সমস্যার মাঝে কোনটি গুণক ও গুণ্য তা জানতে হবে।

তার জন্য,

সাধারন গুণফল নির্ণয়ের সুত্র, গুণ্য × গুণক = গুণফল 

উদাঃ ৩×৫=১৫

এখানে,  গুণ্য ৩ × গুণক ৫ = গুণফল ১৫

 

এর সাহায্যে গুণফল বা নির্ণেয় সমাধান বের করা যাবে।

গুণক নির্ণয়
আমরা জানি, যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে গুণ করি, তাকে গুণক বলে।

গুণক নির্ণয়ের সুত্রঃ গুণক = গুণফল ÷ গুণ্য  

উদাঃ ১৫ ÷৩=৫

এখানে,   গুণফল ১৫ ÷ গুণ্য ৩ = গুণক ৫

 

গুণ্য নির্ণয়।

গুণ্য= যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা আমরা গুণ করি, তাকে গুণ্য বলে।

গুণ্য নির্ণয়ের সুত্রঃ গুণ্য = গুণফল ÷গুণক  

 

উদাঃ ১৫ ÷ ৫ = ৩

এখানে,   গুণফল ১৫ ÷ গুণক ৫ = গুণ্য ৩

 

Add Comment
0 Answer(s)

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.