চেহারা দেখানো মেয়েদের জায়েজ কিনা?
চেহারা দেখানো মেয়েদের জায়েজ কিনা?আল-কোরানে কি বলা আছে?কিংবা মেয়েদের চেহারা দেখানো নিয়ে হাদিসে কি বলা আছে? জানতে চাই
খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, মেয়েদের চেহারা দেখানো জায়েজ। কারণ চেহারা সতর নয়। যেমন নামাজ পড়ার সময় শুধু সতর ঢাকতে হয়। তদ্রুপ, বাস্তব জীবনেও শুধু চতর-ই ঢাকতে হয়। কানের লতি হতে অন্য কানের লতি এবং উপরের কপালের চুলের গোড়া থেকে মুখের নিচ পর্যন্ত দেখা যেতে পারে। তবে চুল মোটেও দেখা যেতে পারবে না। ইসলামে বর কন্যাকে একে অপরকে দেখে বিয়ে করার বিধানও আছে। তাই চেহারা দেখা জায়েজ।তবে অন্যন্য সতর দেখানো যাবে না।