ডলার ধোঁকাবাজ দের চিনব কীভাবে?
আমি ডলার কিনতে গিয়ে ২ বার ধরা খেয়েছি। ১ম বার ধরা খেয়েছিলাম ৫৩৯০ টাকা Siddikur Rahman SuZol সাহেবের কাছে। যার মোবাইল নাম্বারঃ 01682619073, বিকাশ নাম্বারঃ 01765858614 বিস্তারিত দেখুনঃ https://mohiuddins.blogspot.com/2015/06/the-bright-example-of-internet-hoax.html ২য় বার ধরা খেয়েছিলাম ২৪৫০ টাকা Arifur Rahman Arif সাহেবের কাছে যিনি এই গ্রুপ এর এডমিন। মোবাইল নাম্বার ঃ 01705742093 , বিকাশ নাম্বারঃ 01766680701 বিস্তারিত দেখুন এখান থেকেঃ https://mohiuddins.blogspot.com/2015/06/the-bright-example-of-internet-hoax.html আমার আরও ডলার কিনতে হবে। এখন এই ডলার প্রতারনার ও ধোকাবাজি থেকে রেহাই পাব কিভাবে? এই ডলার ধোঁকাবাজ দের চিনব কীভাবে? ধন্যবাদ
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ ১ টি প্রশ্ন যারা ডলার কেনা বেচা করেন তাদের জন্য। তাদের চেনা উচিৎ কিন্তু দুঃখের বিষয় এই যে এদের চেনার কোন উপাই নেই। কারনঃ
এরা এদের ফেসবুক প্রোফাইল বানাই এমন ভাবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য। যেমন অনেক নাম করা company বা সরকারী অফিস এর নাম দিয়ে প্রোফাইল নানাই। শিক্ষা গত যোগ্যতা থাকে অনেক উচ্চ, আর অনেক রিপুটেড স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি র নাম ব্যবহার করে যেখানে তারা কনদিন যায় নি বা সেখানে পড়ার যোগ্যতা তাদের নেই।
অনেক বড় গ্রুপ এর এডমিন ও হতে পারে। সুতারাং ফেসবুক প্রোফাইল বা ব্যবহার দেখে আপনি চিনতে পারবেন না এরা ভাল কি খারাপ।
যেভাবে ডলার প্রতারনার, ধোকাবাজি থেকে রেহাই পাবেন।
যারা ডলার কিনবেন:–
1. চেষ্টা করবেন পরিচিত লোকজনের কাছ থেকে কিনতে, অথবা, যাদের রেপারেন্স আছে। ডলারের দাম একটু বেশি হলেও তাদের থেকে কেনা ভালো, প্রতারনার হাত থেকে বেছে গেলেন।
2. অপরিচিতদের কাছ থেকে কিনলে, আগে টাকা পাঠাবেননা, টাকা পাঠানোর আগে চেক করে নিন ডলার আপনার একাউন্টে জমা হয়েছে কি না?
যারা ডলার বিক্রয় করবেন:-
1. অপরিচিতদের কাছে ডলার বিক্রয় করলে, আগে ডলার পাঠাবেননা, ডলার পাঠানোর আগে চেক করে নিন টাকা আপনার একাউন্টে জমা হয়েছে কি না? প্রয়োজনে বিকশ একাউন্ট, বুথে গিয়ে অথবা, ব্যাংক এর হেল্প লাইনে কল দিয়ে ভেলেন্স জেনেনিন।
2. অপরিচিত জায়গায় একা না যাওয়া-ই ভল।
** সন্দেহজনক ব্যক্তির, চোরদের নাম্বার Facebook Search, Google Search দিয়ে দেখলে এদের সম্পর্কে আরো তথ্য পেতে পারেন আবার নাও পেতে পারেন।
কয়েকটি প্রতারক এর ফোন নাম্বার ও ঠিকানা আমি পরবর্তী পোস্ট এ আমি দেব ইনশাল্লাহ।
আর আপনারা যদি কোন প্রতারক এর ফাদে পড়ে থাকেন তাহলে তাদের সম্পর্কে নিছে লিখুন। অবশ্যয় প্রতারকের ফোন অথবা মোবাইল নাম্বার ফেসবুক প্রোফাইল, ফটো, ইতাদি লিখবেন।
যারা ডলার বিক্রয় করতে চান তাদের জন্য এই ভিডিও টা দেখা খুবই জুরুরি।
ধন্যবাদ