ডলার প্রতারনার ও ধোকাবাজি থেকে রেহাই পাব কিভাবে?

ডলার প্রতারণার হাত থেকে রেহাই পাব কীভাবে? আগে তো কেও ডলার দেয় না টাকা ছাড়া। আবার যেখানে আগে টাকা দিয় তারা আর ডলার দেয় না। আমার পরিচিত কেও নেই। আবার আমার  ডলার এর বিরাট দরকার। না কিনলেও তো নয়।

আমি ডলার কিনতে গিয়ে ২ বার  ধরা খেয়েছি।

প্রথম বার ধরা খেয়েছিলাম ৫৩৯০ টাকা।

দ্বিতীয় বার ধরা খেয়েছি ২৪৫০ টাকা।

Add Comment
5 Answer(s)
Best answer

এটা বর্তমানে অনেক বড় ১ টা সমস্যা। কারন অনেক ভাই আছেন যারা তাদের কষ্টে  অর্জন হারিয়ে ফেলেন ১ মুহূর্তেই প্রতারক দের ফাদে পড়ে। এ রকম আমিও দু’বার এই সমস্যাই পরেছি। তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি।

যেভাবে ডলার প্রতারনার, ধোকাবাজি থেকে রেহাই পাবেন।
 যারা ডলার কিনবেন:
1. চেষ্টা করবেন পরিচিত লোকজনের কাছ থেকে কিনতে, অথবা, যাদের রেপারেন্স আছে। ডলারের দাম একটু বেশি হলেও তাদের থেকে কেনা ভালো, প্রতারনার হাত থেকে বেছে গেলেন।
2. অপরিচিতদের কাছ থেকে কিনলে, আগে টাকা পাঠাবেননা, টাকা পাঠানোর আগে চেক করে নিন ডলার আপনার একাউন্টে জমা হয়েছে কি না?

 যারা ডলার বিক্রয় করবেন:-
1. অপরিচিতদের কাছে ডলার বিক্রয় করলে, আগে ডলার পাঠাবেননা, ডলার পাঠানোর আগে চেক করে নিন টাকা আপনার একাউন্টে জমা হয়েছে কি না? প্রয়োজনে বিকশ একাউন্ট, বুথে গিয়ে অথবা, ব্যাংক এর হেল্প লাইনে কল দিয়ে ভেলেন্স জেনেনিন।
2. অপরিচিত জায়গায় একা না যাওয়া-ই ভল।

** সন্দেহজনক ব্যক্তির, চোরদের নাম্বার Facebook Search, Google Search দিয়ে দেখলে এদের সম্পর্কে আরো তথ্য পেতে পারেন।

আর আপনারা যদি কোন প্রতারক এর ফাদে পড়ে থাকেন তাহলে তাদের  সম্পর্কে  নিছে লিখুন। অবশ্যয় প্রতারকের ফোন অথবা মোবাইল নাম্বার ফেসবুক প্রোফাইল,   ফটো, ইতাদি  লিখবেন।

ধন্যবাদ সবাইকে।

Default Answered on May 28, 2017.
Add Comment

আমি ২ বার ধরা  খেয়েছি  ১ গ্রুপ থেকে। সেটা হলঃ https://www.facebook.com/groups/buysellfxdailysignal/

RE: ডলার প্রতারনার ও ধোকাবাজি থেকে রেহাই পাব কিভাবে?

Dollar Buy & Sell Bangladesh

 

১ম বার ধরা খেয়েছিলাম  ৫৩৯০ টাকা  Siddikur Rahman SuZol  সাহেবের কাছে। যার মোবাইল নাম্বারঃ  01682619073,  বিকাশ নাম্বারঃ 01765858614 

বিস্তারিত দেখুনঃ http://www.itinfoworld.xyz/2015/06/the-bright-example-of-internet-hoax.html

RE: ডলার প্রতারনার ও ধোকাবাজি থেকে রেহাই পাব কিভাবে?

২য় বার ধরা খেয়েছিলাম ২৪৫০ টাকা  Arifur Rahman Arif সাহেবের কাছে যিনি এই গ্রুপ এর এডমিন।  মোবাইল নাম্বার ঃ  01705742093 , বিকাশ নাম্বারঃ 01766680701 

বিস্তারিত দেখুন এখান থেকেঃ https://mohiuddins.blogspot.com/2015/06/the-bright-example-of-internet-hoax.html

RE: ডলার প্রতারনার ও ধোকাবাজি থেকে রেহাই পাব কিভাবে?

 

প্রতারকের প্রোফাইল

Arifur Rahman Arif

Facebook: https://www.facebook.com/abcdefghijklwx
Mobile: 01705742093
Skype: paglababaarifur

প্রতারকের ফেসবুক প্রোফাইল ঃ 

RE: ডলার প্রতারনার ও ধোকাবাজি থেকে রেহাই পাব কিভাবে?

 

এই সব প্রতারক দের থেকে সাবধান হওয়ার জন্য সবাইকে অনুরধ করছি।

ধন্যবাদ ।

Brong Answered on May 28, 2017.
Add Comment

এ সকল প্রতারকরা  বিভিন্ন নাম এবং  ছবি ব্যবহার করে। ফেসবুক এ অনেক প্রোফাইল এদের আছে। এই প্রোফাইল নষ্ট হলে অন্য ছবি এবং প্রোফাইল বানাবে এবং আবার ধোঁকা দেবে। সুতারাং সকলেই সাবধান হন। এবং itinfoworld এর দেয়া উপদেশ টি সবাই অনুসরণ করেন তাহলে ঠকবেন না ইনশাল্লাহ।

ধন্যবাদ সবাইকে।

Add Comment

যারা ডলার বিক্রয় করতে চান তাদের জন্য এই ভিডিও টা দেখা খুবই জুরুরি।

 

ধন্যবাদ

Brong Answered on October 9, 2018.
Add Comment

তাদের কে বিশ্বাস করুন যাদের অনলাইনে সুনাম আছে।

সুনাম যে আছে তা বুঝবেন কি করে? 

ফেসবুক প্রোফাইল দেখবেন। যারা ধোঁকাবাজ তাদের ফেসবুক এর প্রোফাইল এ তাদের ওরিজিনাল নাম থাকে না।

 

Brong Answered on October 21, 2019.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.