তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।’—এটি কোন বাক্য?

তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।’—এটি কোন বাক্য?

 

ক) সরল

খ) মিশ্র বা জটিল

গ) যৌগিক

ঘ) সংযুক্ত

Default Asked on April 21, 2019 in বাংলা.
Add Comment
2 Answer(s)

মিশ্র বা জটিল

“তুমি আসবে বলে হে স্বাধীনতা। সখিনা বিবির কপাল ভাঙল”। এটি মিশ্র বা জটিল বাক্য।

Add Comment

তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল” এটি একটি জটিল বা মিশ্র বাক্য

চলুন বাক্যটি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে কেন এটি জটিল বা মিশ্র বাক্যঃ

প্রথমে আমাদের জানতে হবে, জটিল বা মিশ্র বাক্য কাকে বলে?

জটিল বা মিশ্র বাক্য হল, যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহূত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে।

এবার বাক্যটি দেখ – “তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল”

এখানে,   2 টি বাক্য আছে একটা হল “তুমি আসবে বলে হে স্বাধীনতা অপরটি হল  “সখিনা বিবির কপাল ভাঙলো

এবং একটি বাক্য অন্য বাক্যের অধীনে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহূত হয়েছে । তাই এটি একটি জটিল বা মিশ্র বাক্য

ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।

আরও পড়ুন আমার ওয়েবসাইট থেকে – What is Sentence?

Brong Answered on April 22, 2019.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.