বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত?
2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা 149,772,364 জন। [উৎস]
জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। তার মানে বাংলাদেশ পৃথিবীর ৮ম জনবহুল দেশ।
জনসংখ্যার ঘনত্বঃ 1,106 জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করে
এবং 2,864.5 জন প্রতি বর্গ মাইল বাস করে যা ওয়ার্ল্ড এর10 তম (জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী বাংলাদেশের অবস্তান ১০ম)
মনে রাখবেনঃ
জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী বাংলাদেশের অবস্তান ১০ম কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান ৮ম।
বিদ্রঃ এছাড়া ২০১৬ এবং ২০১৮ সালের কিছু তথ্য উইকিপিডিয়াতে আছে অনুমানিক (১০০% সঠিক নয়)
সেকারনে আমি এখানে লিখলাম না। আপনারা চাইলে দেখতে পারেন এখান থেকে।