বাক্য কাকে বলে কত প্রকার ও কি কি?

বাক্য কাকে বলে?

বাক্য কত প্রকার ও কি কি?

Add Comment
1 Answer(s)

বাক্য (Sentence) কাকে বলে?

বিভিন্ন ভাষাবিদগণ বাক্যকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন্ –

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেন,যে পদ বা শব্দ-সমষ্টির দ্বারা কোন বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয়, সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে।

সুনীলকুমার মুখোপাধ্যায় বলেছেন, ‘পরস্পর অর্থসম্বন্ধ বিশিষ্ট যে পদ গুলোর দ্বারা একটি সম্পূর্ণ ধারণা বা বক্তব্য বা ভাব প্রকাশ পায় সেই পদ গুলোর সমষ্টিকে বাক্য বলে।

ভাষাবিদ্ জ্যোতিভূষণ চাকী বলেছেন, ‘যথাযথ বিন্যস্ত শব্দ-সমষ্টি যদি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তাকে বাক্য বলে।

উপরের সকল সংজ্ঞা গুলো বিশ্লেষণ করে আমরা এক কথায় বলতে পারি যে

উত্তরঃ কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি তা মনের ভাব সম্পুর্নরুপে প্রকাশ করে তবে তাকে বাক্য বলে।

অথবা,  এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলে।

যেমন: আমি আমার মাকে খুব ভালবাসি।

এখন আমরা উপরোক্ত বাক্যের বিশ্লেষণ করবো 

এখনে আমি, আমার, মাকে, খুব, ভালবাসি,  এই শব্দ গুলো  পাশাপাশি বসে  মনের ভাব সম্পুর্নরুপে প্রকাশ করে। সে জন্য এটি একটি সার্থক বাক্য। 

 

আবার যদি এই শব্দগুলো এলোমেলো করে লেখা হয়, দেখুনঃ খুব মাকে ভালবাসি আমার আমি একই শব্দ     ,

দেখুন এখানে একই শব্দগুলো পাশাপাশি বসে আছে। কিন্তু কোন সঠিক অর্থ প্রকাশ করছে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে, কতগুলো শব্দ পাশাপাশি বসলেই একটি সার্থক বাক্য হবে না। একটি সার্থক বাক্য গঠন করতে হলে ঐ বাকের কয়েকটি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। সেই গুন বা  বৈশিষ্ট্য গুলো যদি ঐ বাক্যের মধ্যে না থাকে তাহলে সেটি সার্থক বাক্য হবে না।

একটি সার্থক বাক্য গঠন করতে হলে বাকের যে গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে তা বিস্তারিত দেখুন এখান থেকে।

বাক্য কত প্রকার? 

  • অর্থ অনুযায়ী বাক্য ২ প্রকার , গঠন অনুযায়ী বাক্য ৩ প্রকার এবং বর্ণনা অনুযায়ী বাক্য ৫ প্রকার। 

নিচে এর বিস্তারিত দেখব।

অর্থ অনুযায়ী বাক্য দুই প্রকার।

যথা:

১। অস্তিবাচক (Affirmative Sentence)
২। নেতিবাচক (Negative Sentence)

 

গঠন অনুসারে বাক্য তিন প্রকার।

যথা:

১। সরল বাক্য (Simple Sentence)
২। জটিল বাক্য (Complex Sentence)
৩। যৌগিক বাক্য (Compound Sentence)

 

বর্ণনা অনুসারে বাক্য পাঁচ প্রকার।

১। বর্ণনামূলক বাক্য  (Assertive Sentence)
২। প্রশ্নবাচক বাক্য  (Interrogative Sentence)
৩। অনুজ্ঞামূলক বাক্য (Imperative Sentence)
৪। প্রার্থনাসূচক বাক্য (Optative sentence)
৫। আবেগসূচক বাক্য (Exclamatory Sentence)

 

আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।

আমার লেখাটি ভালো লাগলে, আপনার ওয়েবসাইট থেকে ঘুরে আসুন।

আমার ওয়েবসাইট Sentence – Knowledge World

আর কোন বিষয়ে প্রশ্ন থাকলে এখানে করতে পারেন

Default Answered on November 26, 2018.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.