মদিনার সর্বপ্রথম কোরআন শিক্ষা কেন্দ্র কোনটি?
মদিনার সর্বপ্রথম কোরআন শিক্ষা কেন্দ্র কোনটি?
মদিনার সর্বপ্রথম কোরআন শিক্ষা কেন্দ্র আহলে সুফ্ফা। মসজিদে নববি-র পূর্বপাশে স্থাপিত।
আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাঃ এর হিজরতের পর মদিনায় মসজিদে নববি-র পূর্বপাশে স্থাপিত হয় মাদ্রাসা আহলে সুফ্ফা।
শিক্ষক ছিলেন উবাদা-ইবন সামিত আর শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আবু হুরাইরা (রা) মুয়াজ-ইবন জবল গিফারি (রা) প্রমুখ।
সেকালের মাদ্রাসার পাঠ্যসূচিতে ছিল, কোরআন, হাদিস, ফারায়েজ, প্রাথমিক চিকিৎসা, বংশ শাস্ত্র, তাজবিদ ইত্যাদি।
এছাড়া অশ্ব চালনা, যুদ্ধবিদ্যা, হস্তলিপি বিদ্যা, শরীর চর্চা ইত্যাদিও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। নবুয়তের প্রথম দিন থেকে উমাইয়া বংশের শাসনামলের প্রথম ভাগ পর্যন্ত প্রায় একশ বছর সময়কালকে মাদ্রাসা শিক্ষার প্রথম পর্যায় ধরা হয়।