মহান আল্লাহ্ কি নিরাকার, নাকি তার আকার আছে?
মহান আল্লাহ্ কি নিরাকার, নাকি তার আকার আছে?
মহান আল্লাহ্ কি নিরাকার, নাকি তার আকার আছে?
অনেকেই বলে থাকেন, মহান আল্লাহ্র কোন আকার নেই। তিনি নিরাকার, তবে তিনি যখন যে রুপ ইচ্ছা সেই রুপ ধারন করতে পারেন। এটা সম্পূর্ণ সত্য নয়।
তিনি যখন যে রুপ ইচ্ছা সেই রুপ ধারন করতে পারেন কিন্তু তিনি নিরাকার নন, তার আকার অবশ্যই আছে। মহান আল্লাহ্ আকার সম্পর্কে (সুরা শূরাঃ১১) তে বলা হয়েছে। “কোন কিছুই তার সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা “
মহান আল্লাহ্র আকার আছে। তিনি নিরাকার নন। তবে সেই আকার কেমন, তা কেউ জানে না। তিনি বলেছেন “কোন কিছুই তার সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ” (সুরা শূরাঃ১১) তাকে বেহেশতে দেখা যাবে। তার দীদারই হবে বেহেশতে সবচেয়ে বড় সুখ। মহানবী (সাঃ) স্বপ্নে আল্লাহকে দেখেছেন। তিনি বলেছেন, আমি আমার প্রতিপালককে সবচেয়ে সুন্দর আকৃতিতে দর্শন করেছি (৪)
(৪) আহমাদ, তিরমিজী, সহিহুল জামে’ ৫৯নং
(লেখক শাইখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী)