অংক কি?

প্রশ্ন : অংক কাকে বলে?

উত্তর : সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অংক বলে। যেমন : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০।

 

প্রশ্ন : অংক কত প্রকার ও কি কি?

উত্তর : অংক দুই প্রকার। যথা : স্বার্থক অংক (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯) ও সহকারি অংক (০)

 

প্রশ্ন : প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি?

উত্তর : প্রক্রিয়া প্রতীক ৪টি। যথা : + (যোগ), – (বিয়োগ), x (গুণ), ÷ (ভাগ)।

 

প্রশ্ন : যোগ কাকে বলে?

উত্তর : দুই বা তার বেশি সমান বা অসমান সংখাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে।

উদাঃ ২+২=৪

 

প্রশ্ন : বিয়োগ কাকে বলে?

উত্তর : দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেয়ার নাম বিয়োগ।

উদাঃ ২-১=১

 

প্রশ্ন : গুণ কাকে বলে?

উত্তর : গুণ (ইংরেজি ভাষায়: Multiplication) (যা প্রায়ই ক্রস চিহ্ন “×” দ্বারা সূচিত করা হয়) হল দুই বা ততোধিক সংখ্যার মধ্যকৃত পরিমাপের এক প্রকার গানিতিক অপারেশন।

উদাঃ ২×২=৪

 

প্রশ্ন : ভাগ কাকে বলে?

উত্তর : একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তা নির্ণয় করাকে ভাগ বলে।

উদাঃ ২÷২=১

Add Comment
0 Answer(s)

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.