অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে?
Answered
অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে?
Best answer
৩৬৫ দিনে এক বছর ধরা হয়। কিন্তু সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ৩৬৫দিন ৫ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রায়)। এতে প্রতি ৪বছরে ১দিন বেড়ে যায়। প্রতি চতুর্থ বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়।
যেমন, ২০১২ সাল অধিবর্ষ।