আমার কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর জ্ঞান নেই, তাহলে আমি কি ওয়েবসাইট বানাতে পারব না?
আমার কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর জ্ঞান নেই, তাহলে আমি কি ওয়েবসাইট বানাতে পারব না?
কেন পারবেন না ভাই, আমারো কোন কোডিং এর জ্ঞান নেই, আমিও কিন্তু বেশ ভালো ওয়েবসাইট তৈরি করতে পারি। ব্লগস্পট, উইক্স, উইবলি ইত্যাদি অনেক ওয়েব ২.০ সাইট আছে যেখান থেকে আপনি সাইট তৈরি করতে পারবেন। এছাড়া ওয়ার্ডপ্রেস এবং আরো অনেক কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেখানে কোডিং জ্ঞান প্রয়োজন হয় না।
কোডিং নলেজ ছাড়া আমার সাইটঃ ব্লগিং এবং এস ই ও টিপস
অবশ্যই পারবেন। ব্লগার এবং ওয়ার্ডপ্রেস এযাবতকালের সবচেয়ে জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম, এই দুটি প্ল্যাটফর্মে ওয়েবসাইট বানাতে হলে কোডিং এর জ্ঞান লাগে না। একটু প্র্যাকটিস থাকলেই এটা করা যায়। ওয়ার্ডপ্রেসে তুলনামূলক সহজ। সাধারণ একটি ব্লগ তৈরি করার জন্য কাস্টম টেমপ্লেট বা, থীম দিলেই হয়ে যায় যা খুবই সহজ। সাইটের অনেক ফিচার যোগ করতে হলে শেখার প্রয়োজন হয়, কোডিং না জানলেও চলে। আমি নিজেও কোডিং জানি না কিন্তু বেশ ভালো ওয়েবসাইট তৈরি করতে পারি। পৃথিবীর বিখ্যাত অনেক ওয়েবসাইট আছে যেগুলো কোডিং জ্ঞান ছাড়া তৈরি হয়েছে।
তথ্যসূত্রঃ ব্লগিং টিউটোরিয়াল