আমার বাংলালিংক সিম হারিয়ে গেছে। banglalink সিম উঠাতে বা replace করতে কি কি লাগবে এবং কত টাকা লাগবে বিস্তারিত জানতে চায়?
আমার বাংলালিংক সিম হারিয়ে গেছে replace করতে কি কি লাগবে এবং কত টাকা লাগবে বিস্তারিত জানতে চায়?
banglalink সিম উঠাতে কি কি লাগবে?
ধন্যবাদ।
আপনি আপনার Banglalink SIM replace করতে পারবেন যে কোন Banglalink Service Point (BSP) ও Banglalink Point থেকে।
আপনার বাংলালিংক সিম উঠানোর জন্য লাগবে –
- NID Card এর ফটো কপি
- ২ কপি পাসপোর্ট (PP) সাইজ এর রঙ্গিন ছবি।
- যার NID Card দিয়ে সিম রেজিস্ট্রেশান করেছেন তাকে যেতে হবে।
- বাংলাদেশের সকল কম্পানির সিম তোলার (রিপ্লেস) করার চার্জ (৫০ টাকা থেকে ২০০ টাকা। সর্বোচ্চ ২০০ টাকা।) (আপনি ধরে রাখবেন আপনার সিম তুলতে ২০০টাকা লাগবে)
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
Banglalink এর SIM Replacement চার্জ ২০০ টাকা।
তবে আপনি যদি 3G থেকে 4G তে আপডেট করতে চান তাহলে ৪৯টাকা রিচার্জ করলেই হবে।
Type করুন ” free4g ” এবং পাঠিয়ে দিন “2500″ নাম্বারে। তাহলে জানতে পারবেন বিস্তারিত। ৪৯টাকা রিচার্জ করতে হবে কি না।
আমি আজ ২টা সিম 3G থেকে 4G তে আপডেট করলাম। ১টা সম্পূর্ণ ফ্রী তে। আর ১টা ৪৯টাকা রিচার্জ করে।