আমি অনলাইনে একটা SEO কোর্স করতে চাই। এতে আমি কতটুকু সফল হতে পারব?
আমি অনলাইনে একটা SEO কোর্স করতে চাই। এতে আমি কতটুকু সফল হতে পারব? আর ভালো একটা ট্রেনিং এর ঠিকানা দিন, যার মাধ্যমে পরিপূর্ণভাবে শিখতে পারব এবং সর্বক্ষণ তার সাপোর্ট পাব।
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার যদি শেখার ইচ্ছা থাকে, আপনার যদি কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ তাহলে আপনি ঘরে বসে শিখতে পারবেন। কারো কাছে যাওয়া লাগবে না। আমি অনেক Training Center এর কথা জানি যারা ভর্তি করে টাকা নিয়ে পরে কিছুই শেখাই না। কিন্তু একটা কোর্স শিখতে ৫০০০-১০,০০০ এমন কি আরও বেশি নিতে পারে।
আর আপনি যদি ঘরে বসে শেখেন তাহলে এই ঝামেলা নেই। আর ঘরে বসে শিখতে এত বেশি টাকা খরজ হয় না। এমনকি ইউটিউব থেকে ফ্রীতে শিখতে পারেন।
একবার খোঁজ নিয়ে দেখুন, Training Center এ যে সব সার ওরা কথা থেকে শিখেছে। উনারাও এই সব tutorial থেকে। কিন্তু উনারা বলেন না এই কারমে তাদের বিজনেস থাকবে না।
আমি নিজে SEO শিখেছিলাম ইউটিউব ভিডিও দেখে । এ গুলো আমাকে চমৎকার সাহায্য করেছে ইংলিশ ভাষা বোঝার জন্য এবং ইংলিশ এ কোন বাইয়ার এর সাথে কথা বলার জন্য। আমি কোন বিষয় না বুঝলে ১ ভিডিও বার বার প্লে করি। আর Training Center এ teacher এর কাছে ১ প্রশ্ন ২ বার বড় জোর ৩ বার তার বেশি প্রশ্ন করতে পারবেন না কারন আপনার Training Center এর teacher রেগে যাবে।
আর ১টা বিষয় যদি ইংলিশ এ বুঝেন তা হলে ইউটিউব এ অনেক বাংলা tutorial পাবেন সেখান থেকে সাহায্য নিতে পারেন। আর সাহাজ্জের কথা বলছেন?
এখন আর সেই যুগ এই। আপনার কোন সাহায্যের দরকার পড়লে কোন জায়গাই যাওয়ার দরকার নেই। বড় কোন ফেসবুক গ্রুপ এ আপনার সমস্যার কথা লিখে পোস্ট করে দেন। আর ২ – ৩ টা প্রশ্ন উত্তর এর ওয়েবসাইট এ প্রশ্ন করুন। আর সব যায়গা থেকে পাওয়া উত্তর গুলো একত্র করেন। তাহলে দেখবেন আপনার এই বিসয় পানির মত পরিষ্কার হয়ে জাবে।
আর হা কিছু বিষয় আছে যেগুলো কেও শেয়ার করতে চাই না। এই গুলো অল্প কিছু টাকা খরজ করে tutorial কিনলে সব পাবেন। আর সব চেয়ে ভাল tutorial পাবেন সেটা হল Udemy এবং Amazon থেকে।
NB: যারা ইংলিশ জানেন না তারা এই tutorial কিনবেন না। আর যারা ইংলিশ জানেন না তাদের শেখার দরকার নেই কারন কোন মার্কেট প্লেস এ আপনি কাজ করতে পারবেন না। তবে খুব ভাল জানতে হবে এমন না। আপনি যদি SSC & HSC তে English এ A or A+ পেয়ে থাকেন তাহলে আমার বিশ্বাস আপনি পারবেন।
আমি খুব ভাল ইংলিশ জানিনা তার পরেও কিভাবে ইংলিশ এ কিভাবে বিদেশি দের সাথে কথা বলি এর ১টা ভিডিও দিব যারা নতুন তাদের ভিতরে confidence আনার জন্য।
আর আপনি অনলাইনে একটা SEO কোর্স করতে চাইলে আপনার নিকট এ অবস্তিত কোন জাইগাই ভর্তি হন। তবে ভর্তির আগে ভাল করে জেনে নিবেন তারা কেমন শেখাই। যে শেখাচ্ছে তার অবস্তান। আমি অনেক প্রতিস্তানে দেখেছি যে টিচার কিছু জানে না।
প্রস্নঃ এতে আমি কতটুকু সফল হতে পারব?
যদি আপনার Training Center এ teacher রা ভাল করে শেখাই তাহলে ১০০% confidence এর সাথে বলতে পারি অবশয় আপনি সফল হতে পারবেন।
তবে এ ক্ষেত্রে আমি Training Center এর চেয়ে অনলাইন থেকে শেখার গুরুত্ত দেব। কারন Training Center এ যে ৩ মাস বা ৬ মাস ক্লাস চলবে এর আগে আপনি শিখতে পারবেন না। আর SEO আমি শিখেছিলাম only ১০ দিনে।
ধন্যবাদ।
এই বিষয়ে আরও জানার থাকলে নিচে লিখুন।
ধন্যবাদ, আপনার প্রশ্নের জন্য।
হ্যাঁ শিখতে পারবেন। তবে নিজেকে অনেক ক্রিয়েটিভ হতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। তবে আজকাল দেশে অনেক ট্রেনিং সেন্টার বের হয়েছে। কিন্তু এর মধ্য থেকে ভালো টি খুজে পাওয়া ই দায়। তবে আমার জানামতে কিছু অনলাইনে ট্রেনিং প্রদান করেন এমন কিছু ভালো প্রতিষ্ঠানের তথ্য আমার কাছে আছে। তার মধ্যে আমি সবচেয়ে ভালো মনে করি শামীম ভাই এর কোর্স টি।
তিনি দেশশেরা ইনস্টিটিউট ডেভসটিম এর SEO ট্রেইনার। ৮ বছরের অভিজ্ঞতায় তিনি অনেক সুন্দর করে বুঝাবার ক্ষমতা রাখেন। আপনি চাইলে উনার ওয়েবসাইটে যেয়ে বিস্তারিত জেনে নিতে পারেন।
https://www.nshamim.com/seo-training-bd এই লিংক থেকে উনার পেইড কোর্স সম্পর্কে জেনে নিতে পারেন। ধন্যবাদ