আমি হব সকাল বেলার পাখি – কাজী নজরুল ইসলাম এর সম্পূর্ণ কবিতা
আমি হব
– কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি।
সুয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমো এখন’ মা বলবেন রেগে।
বলব আমি ‘আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো,
হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো?
আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?
তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে।’
উষা দিদির ওঠার আগে উঠব পাহাড়-চূড়ে,
দেখব নীচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে।
ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়,
বলব আমি, ‘ভোর হল যে, সাগর ছুটে আয়’।
ঝরনা-মাসি বলবে হাসি, ‘খুকি এলি না কি?’
বলব আমি, ‘নইকো খুকি, ঘুম-জাগানো পাখি। ’
ভাই, আপনি লিখেছে সম্পূর্ণ কবিতা। শিধুদের বই এ অর্ধেক অংশ মানে সংক্ষিপ্ত আকারে আছে। আমার কাছে ঐ টা ভাল লাগে। আমি নিচে লিখে দিলাম।
আমি হব
– কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে
উঠব আমি ডাকি।
“সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমোও এখন’,
মা বলবেন রেগে।
বলব আমি- ‘আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল, তাই বলে কি
সকাল হবে নাক’?
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ?
তোমার ছেলে উঠবে মা গো
রাত পোহাবে তবে।