ইউটিউব চ্যানেল ব্যান্ড হওয়ার হাত থেকে মুক্তি পেতে কি করব?
সবারই ইউটিউব চ্যানেল ব্যান্ড হয়ে জাসচ্ছে। আমি নতুন ১টা ইউটিউব চ্যানেল খুলেছি। তাই আমিও খুব ভয় পাসচ্ছি যে আমার ইউটিউব চ্যানেল কখন ব্যান্ড হয়ে যায়। সে জন্য এটা জানা খুবই জুরুরি যে ইউটিউব চ্যানেল ব্যান্ড হওয়ার কারন কি এবং কিভাবে এর হাত থেকে মুক্তি পেতে পারি?
ধন্যবাদ।
আপনি সময়ের সবচেয়ে গুরুত্ব পূর্ণ প্রশ্ন করেছেন কারন এই সমস্যা সকল অসৎ ইউটিউবার দের। সে জন্য এটা জানা খুবই জুরুরি যে ইউটিউব চ্যানেল ব্যান্ড হওয়ার কারন কি এবং কিভাবে এর হাত থেকে মুক্তি পাওয়া যাই। চলুন জেনে নিয়।
চ্যানেল ব্যান থেকে চিরতরে মুক্তি পেতে আপনি যা করবেনঃ
- কপিরাইট ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন। শুধু মাত্র নিজের ভিডিও ছাড়া কারো ভিডিও আপলোড বিভিন্ন উপায়ে কাট ছাট করে আপলোড দেওয়া থেকে বিরত থাকুন।
- ক্রাক /সিরিয়াল /হ্যাকিং এই সব ভিডিও বানানো থেকে বিরত থাকুন।
- টাইটেল ডেস্ক্রিপশান কপি করবেন না।
- মেটাডাটা, আনরিলেটেড কনটেন্ট, আনরিলেটেড টাগ ডেস্ক্রিপশান এ লিখবেন না।
- শুধু মাত্র টাগ অপশানে কি ওয়ার্ড ব্যবহার করুন।
- যে খানে সেখানে ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন। শুধু মাত্র নিজের ফ্যান পেজ থেকে ভিডিও শেয়ার করুন।
- কোন প্রকার সাবস্ক্রাইব বাড়ানোর জন্যে বিভিন্ন ভাবে অবৈধ উপায় থেকে বিরত থাকুন।
- স্পাম করা থেকে বিরত থাকুন।
এই গুলো যদি মেনে চলেন তাহলে আপনার চ্যানেল কোন দিন ব্যান্ড হবে না ইনশাল্লাহ। সৎ ভাবে কাজ করুন লাইফ টাইম গ্যারান্টি ইনকাম করতে পারবেন।
জেনে নিন কিভাবে আপনার ভিডিও চ্যানেল দ্রুত রাঙ্ক করাবেন।
ধন্যবাদ