ইউনিয়ন ডিজিটাল সেন্টার এ কি কি সেবা পাব?
ইউনিয়ন ডিজিটাল সেন্টার এ কি কি সেবা পাব?
বাংলাদেশের প্রতিটি জেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) স্থাপন করা হয়েছে। প্রতিটি জেলার প্রতিটি পৌরসভায় পৌর ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে বিভিন্ন ই-সেবা দেওয়া হচ্ছে।
যেমন:-
* কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ক প্রশিক্ষণ প্রদান
* ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা ও দ্রুত প্রিন্ট করা
* দলিল স্ক্যানিং করা
* বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি তথ্য সরবরাহ ও ফরম পূরণ
* ভিসা প্রসেসিং করা
* জন্ম মৃত্যু নিবন্ধন
* অনলাইনে জরিপ পর্চার আবেদন
* মোবাইল ব্যাংকিং
* প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা প্রদান ও শর্ত সাপেক্ষে প্রজেক্টর ভাড়া দেওয়া
* অনলাইনেপ্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রিন্ট করে সরবরাহ করা
* অনলাইনে প্রকাশিত চাকুরীর বিজ্ঞপ্তি প্রিন্ট করে সরবরাহ করা
* অনলাইনে চাকুরীর ফরম ও অন্যান্য ফরমপূরণকরে দেওয়া
* স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সংক্রান্ত তথ্য প্রদান
* ই-মেইলের মাধ্যমে দেশ-বিদেশে দ্রুত সময়ে যোগাযোগ ও ভিডিও কনফারেন্সের সুবিধা প্রদানসহ ইন্টারনেট ও কম্পিউটারভিত্তিক সব ধরনের প্রশিক্ষণও সেবা প্রদান।
এসকল সেবা আপনারা প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) থেকে পাবেন।
প্রশ্নের জন্য ধন্যবাদ।