ইউনিয়ন ডিজিটাল সেন্টার এ কি কি সেবা পাব?

1 Answer(s)

বাংলাদেশের প্রতিটি জেলার প্রতিটি ইউনিয়নে  ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) স্থাপন করা হয়েছে। প্রতিটি জেলার  প্রতিটি পৌরসভায়  পৌর ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে বিভিন্ন ই-সেবা দেওয়া হচ্ছে।

যেমন:-

* কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ক প্রশিক্ষণ প্রদান

*  ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা ও দ্রুত প্রিন্ট করা

* দলিল স্ক্যানিং করা

* বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি তথ্য সরবরাহ ও ফরম পূরণ

* ভিসা প্রসেসিং করা

* জন্ম মৃত্যু নিবন্ধন

* অনলাইনে জরিপ পর্চার আবেদন

* মোবাইল ব্যাংকিং

* প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা প্রদান ও শর্ত সাপেক্ষে প্রজেক্টর ভাড়া দেওয়া

* অনলাইনেপ্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রিন্ট করে সরবরাহ করা

* অনলাইনে প্রকাশিত চাকুরীর বিজ্ঞপ্তি প্রিন্ট করে সরবরাহ করা

* অনলাইনে চাকুরীর ফরম ও অন্যান্য ফরমপূরণকরে দেওয়া

* স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সংক্রান্ত তথ্য প্রদান

* ই-মেইলের মাধ্যমে দেশ-বিদেশে দ্রুত সময়ে যোগাযোগ ও ভিডিও কনফারেন্সের সুবিধা প্রদানসহ ইন্টারনেট ও কম্পিউটারভিত্তিক সব ধরনের প্রশিক্ষণও সেবা প্রদান।

 

এসকল সেবা আপনারা প্রতিটি ইউনিয়নে  ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) থেকে পাবেন।

প্রশ্নের জন্য ধন্যবাদ।

Brong Answered on July 30, 2019.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.