উপহার – ফোরুগ ফারখজাদ
উপহার
-কবিতাটি ইরানী কবি ফোরুগ ফারখজাদ এর ফার্সি কবিতা।
ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন মরিয়াম দিলমাঘানি।
সেখান থেকে বাংলা ভাষান্তর করেছেন লেখক মঈনুস সুলতান।
আমি কথা বলছি গভীর রাতের অন্ধকার থেকে
এ অন্ধকার গভীর.. গভীরতর
আঁধার হাতড়িয়ে যাই আলোরিক্ততার নকশা এঁকে।
যদি আসো আমার গৃহে হে সখা
নিয়ে আসবে একটি বাতি
আর একটি জানালা
যার ভেতর দিয়ে আমি দেখতে পারি
শহরের সুখী সরণীতে মানুষের পথচলা।