একজন মানুষ কোন অবস্থায় পৃথিবীতে বেশী চাপ অনুভব করে ? দাঁড়ানো অবস্থায় না শোয়া অবস্থায় ?

একজন মানুষ কোন অবস্থায় পৃথিবীতে বেশী চাপ অনুভব করে ?

 

১। দাঁড়ানো অবস্থায়

২।  শোয়া অবস্থায় ?

 

ব্যাখ্যা সহ উত্তর দিবেন।

Add Comment
1 Answer(s)

সঠিক উত্তরঃ  ১) দাঁড়ানো অবস্থায়

 

ব্যাখ্যাঃ 

আমরা সবাই জানি যে, চাপ=বল/ক্ষেত্রফল ।
সুতারাং দেখা যাচ্ছে যে,  চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক ব্যাস্তানুপাতিক ।

মানে হল, ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে আর ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে ।

একজন মানুষ শোয়া অবস্থায় সবচেয়ে বেশী জায়গা (ক্ষেত্রফল) দখল করে রাখে । তার মানে শোয়া অবস্থায় তার চাপ সবচেয়ে কম ।

আর দাঁড়ানো অবস্থায় সে অনেক কম জায়গা দখল করে রাখে । তার মানে দাঁড়ানো অবস্থায় তার চাপ অনেক বেশী ।

 

ধন্যবাদ প্রশ্নের জন্য।

Default Answered on November 18, 2017.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.