এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়
এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয় – শ্রীকান্ত আচার্য্য
এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়,
নয় তো জীবনের হাসি গান মেলা..
এ শুধু ভুলের পরে, ভুলের পাহাড় গড়ে,
গড়ে তোলা স্বপ্নের ধ্যান, ভেঙে ফেলা .. (2)
এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়..
এত নয় সবুজ দ্বীপের মাঝে, হালকা হাওয়ায় ভেসে বেড়ানো
এ শুধু নিজের মনের কাছে, নিজেকে এড়ানো ..(2)
এ শুধুটু খানি বরষা রাতে,
পাগলা নদীর মত, পাড় ভাঙা খেলা ..
এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়,
নয় তো জীবনের হাসি গান মেলা..
এ শুধু ভুলের পরে, ভুলের পাহাড় গড়ে,
গড়ে তোলা স্বপ্নের ধ্যান, ভেঙে ফেলা .. (2)
এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়..
এত নয় সহজ হৃদয়টাকে, পদ্মফুলের মত সাজানো
এ শুধু মনের ছেঁড়া তারে, বেসুরো বাজানো ..(2)
এ শুধু নিজেকে একেলা করে,
সহ্য করে যাওয়া শত অবহেলা ..
এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়,
নয় তো জীবনের হাসি গান মেলা..
এ শুধু ভুলের পরে, ভুলের পাহাড় গড়ে,
গড়ে তোলা স্বপ্নের ধ্যান, ভেঙে ফেলা .. (2)
এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়..
গানটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে।
এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয় – শ্রীকান্ত আচার্য্য
ek jhank pakhi mp3 amarkache ache. video file chai, karo kase ase ki?
Thanks.