এ সময়ে এসির তাপমাত্রা ৩৪/৩৫ ডিগ্রি সে. করে রাখলে মেশিনের কোনো ক্ষতি হবে কি?
এ সময়ে এসির তাপমাত্রা ৩৪/৩৫ ডিগ্রি সে. করে রাখলে মেশিনের কোনো ক্ষতি হবে কি?
না, মেশিনের কোন ক্ষতি হবে না এটাই তো এসির কাজ গরম সময় ঠান্ডা এবং ঠান্ডা সময় গরম। তবে 34/35 তাপমাত্রা একটু বেশী হয়ে যাচ্ছে বর্তমান আবহাওয়া অনুযায়ী বিজনেস তাপমাত্রা মধ্যে 16-২ ডিগ্রী সে। ওঠা নামা করছে। আর তীব্র গরমে এটি 40 ডিগ্রী পর্যন্ত উঠে যায়। তাই এর মাঝামাঝি জায়গা হয় 28-30 ডিগ্রী। এই তাপমাত্রা খুব বেশী গরমও লাগবে না এবং শীতও লাগবে না