(কঃ) এর মানে কি? (কঃ) দিয়ে কি বোঝায়?
হাদিস ও ইসলামিক বই পড়তে গেলে এই ধরণের শব্দ সক্ষেপ দেখা যায়। “(কঃ)”
(কঃ) এর মানে কি? (কঃ) দিয়ে কি বোঝায়?
(কঃ) = “কাদ্দাছা ছিররুহুল আজিজ”
কাদ্দাছা অর্থ পবিত্রতা আর ছিররুহ অর্থ রহস্য বা আল্লাহর একটি গুণবাচক নাম।
আজিজ অর্থ পরাক্রমশালী।অর্থাত্ মহান পরাক্রমশালী আল্লাহ তাঁকে উত্তম স্থান দান করুক।এ শব্দটি শুধুমাত্র ওফাতপ্রাপ্ত আউলিয়াদের নামের পরে ব্যবহৃত হয়।