করোনা ভাইরাস এ আক্রান্ত রোগের লক্ষ্মণ গুলো কি কি? কীভাবে করোনা ভাইরাস এ রুগী চিনব?

করোনা ভাইরাস এ আক্রান্ত রোগের লক্ষ্মণ গুলো কি কি? কীভাবে করোনা ভাইরাস এ রুগী চিনব?

Add Comment
2 Answer(s)

রেসপিরেটরি লক্ষ্মণ ছাড়াও জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেককে সার্স ভাইরাসের কথা মনে করিয়ে দিয়েছে যা ২০০০ সালের শুরুতে প্রধানত এশিয়ার অনেক দেশে ৭৭৪ জনের মৃত্যুর কারণ হয়েছিলো ।

নতুন ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো।

“আমরা যখন নতুন কোনো করোনাভাইরাস দেখি, তখন আমরা জানতে চাই এর লক্ষ্মণগুলো কতটা মারাত্মক। এ ভাইরাসটি অনেকটা ফ্লুর মতো কিন্তু সার্স ভাইরাসের চেয়ে মারাত্মক নয়,” বলছিলেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মার্ক উলহাউস।

 

আরও বিস্তারিত পড়ুনঃ BBC Bangla

Brong Answered on March 10, 2020.
Add Comment

করোনা ভাইরাস এ আক্রান্ত রোগের লক্ষ্মণ গুলো লোকেরা অনুভব করতে পারেন:
* নাক দিয়ে জল পরা
* গলা ব্যাথা
* কাশি
* জ্বর
* শ্বাস কষ্ট (গুরুতর ক্ষেত্রে)

চিকিৎসা সম্বন্ধিত পরামর্শের জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।

Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.