কষা মাংস রান্না করার রেসিপি দরকার। “কষা মাংস” রান্না করতে হয় কিভাবে?

কষা মাংস রান্না করার রেসিপি দরকার। “কষা মাংস” রান্না করতে হয় কিভাবে?

Add Comment
1 Answer(s)
Best answer

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
খুব সহজে এবং তাড়াতাড়ি এই কষা মাংস রান্না  করা যায়। চলুন জেনে নিই, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে রান্না করবেন  এই কষা মাংস।

 

উপকরনঃ

কষা মাংস রান্না করার জন্য যে সকল উপকরণ গুলো প্রয়োজন তা হলোঃ

  • ১ কেজি মুরগীর মাংস।
  • মরিচের গুড়া ২ চা চামচ।
  • জিরা বাটা আধা চা চামচ।
  • আদা বাটা ১ চা চামচ।
  • হলুদের গুড়া ১ চা চামচ।
  • গরম মসলা পরিমান মত।
  • ভাজা গোল মরিচের গুড়া।
  • রসুন বাটা ১ চা চামচ।
  • পেয়াজ বাটা আধা কাপ।
  • কাঁচা মরিচ ৩-৪ টা।
  • লবণ ও সয়াবিনের তেল।

 

কষা মাংস যেভাবে রান্না করবেনঃ 

  • প্রথমে মুরগীর মাংস টুকরা করে কেটে ভাল করে ধুয়ে নিন।
  • এরপর একটি পাত্রে পরিমান মত তেল দিয়ে চুলায় জ্বাল দিতে থাকুন।
  • তারপর উপরের সব উপকরন ও সামান্য পানি দিয়ে প্রায় ৫ মিনিট মসলা কষিয়ে নিন। মসলা থেকে যখন তেল উপরের দিকে উঠে আসবে তখন মাংস দিয়ে নেড়ে দিন।
  • পাত্রে ঢাকনা দিয়ে হালকা আচে মাংস কষাতে থাকুন প্রায় ১০ মিনিট।
  • কষাতে কষাতে যখন মাংস সিদ্ধ হয়ে এলে মাংসের উপরে সামান্যে ঘি ছিটিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।

এবার গরম গরম খিচুরীর সাথে পরিবেশন করুন বিভিন্ন সালাদ দিয়ে।

ধন্যবাদ।

Brong Answered on October 20, 2018.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.