ক্যালকুলেটর কি? ক্যালকুলেটর কিভাবে কাজ করে?

ক্যালকুলেটর কি? ক্যালকুলেটর কিভাবে কাজ করে?

Add Comment
1 Answer(s)

ক্যালকুলেটর ইংরেজি শব্দ Calculator অর্থ গণনাকারী। এটি একটি গণনাকারী যন্ত্র, বিদ্যুতে চলে।এর ভিতরে স্থাপন করা ব্যাটারিই বিদ্যুতের উৎস, লাইনের সাথে সংযোগের প্রয়োজন হয় না। ব্যবহারে বা অন্য কোন কারণে বিদ্যুৎ ফুরিয়ে গেলে ব্যাটারি পুনঃস্থাপন করে কাজ চালিয়ে যাওয়া যায়। গঠন, আকার ও প্রয়োজনে ক্যালকুলেটর বিভিন্ন রকমের হয়ে থাকে। কোনো কোনো ক্যালকুলেটরে ২৬টি, কোনোটিতে ৪২টি বোতাম বা কোনোটিতে ৪৭টি বোতাম থাকে, ইত্যাদি। উল্লেখ্য, কিছু ক্যালকুলেটর চালু করতে অন/সি (ON/AC) ও বন্ধ করতে অফ (OFF), কিছু ক্যালকুলেটরের ক্ষেত্রে অন/সি (ON/AC)ও অফ (OFF) এবং কিছু কেবল অন(ON) বোতাম ব্যবহারেই চালু ও বন্ধ করা যায়; তবে শিফট হয়ে এসি (AC) এর সাহায্যে তাৎক্ষণিকভাবেও বন্ধ করা যায়।

 

উপরের ছবিটি একটি ক্যালকুলেটরের প্রতিরূপ। এতে ২৬টি বোতাম রয়েছে, এতে অন (ON) বোতাম দিয়েই যন্ত্রটি চালু ও বন্ধ করা যায়।

ঘর-সংসারের দৈনন্দিন হিসাব-নিকাম ছাড়াও ব্যবসা-বাণিজ্যে ক্যালকুলেটরের ব্যাপক ব্যবহার হয়ে থাকে। গাণিতিক সমস্যা সমাধানে ক্যালকুলেটর বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কেবল ব্যবহারের মাধ্যমেই যন্ত্রটির উপযোগিতা ও প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়।

Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.