জীবনে কি পাব না ভুলেছি সে ভাবনা – মান্না দে
কণ্ঠশিল্পী মান্না দে আমার প্রিয় একজন শিল্পী। তার জনপ্রিয় এই গানটি “জীবনে কি পাব না
ভুলেছি সে ভাবনা” আমার খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই আপনাদের সাথে গানটি শেয়ার করলাম।
জীবনে কি পাব না
ভুলেছি সে ভাবনা
– মান্না দে
জীবনে কি পাব না
ভুলেছি সে ভাবনা
সামনে যা দেখি, জানি না সেকি
আসল কি নকল সোনা
জীবনে কি পাব না
ভুলেছি সে ভাবনা
সামনে যা দেখি, জানি না সেকি
আসল কি নকল সোনা
যদি সব ছাড়িয়ে
দুটি হাত বাড়িয়ে
হারাবার খুশিতে, যাই শুধু হারিয়ে
যদি সব ছাড়িয়ে
দুটি হাত বাড়িয়ে
হারাবার খুশিতে, যাই শুধু হারিয়ে
যেতে যেতে কারো ভয়ে
থমকে দাঁড়াবো না
সামনে যা দেখি, জানি না সেকি
আসল কি নকল সোনা
জীবনে কি পাব না
ভুলেছি সে ভাবনা
সামনে যা দেখি, জানি না সেকি
আসল কি নকল সোনা
ভাল আর মন্দের
দ্বন্দ জানি না
কে ভাল কে মন্দ যে তার খবর রাখি না
ভাল আর মন্দের
দ্বন্দ জানি না
কে ভাল কে মন্দ যে তার খবর রাখি না
কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি
চলেছ এই পথে
রূপে যে রঙ্গিনী
চিনে নিতে যদি চাও
একটু থামো না
সামনে যা দেখি, জানি না সেকি
আসল কি নকল সোনা
জীবনে কি পাব না
ভুলেছি সে ভাবনা
সামনে যা দেখি, জানি না সেকি
আসল কি নকল সোনা